[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
কোরিয়ান ভাষার সহজ পাঠ-লেকচার-৩
তৃতীয় লেকচার নিয়ে হাজির হলাম। কেমন চলছে আপনাদের কোরিয়ান ভাষা শেখা? আগেকার মতই ভিডিও প্রেজেন্টেশানের মাধ্যমে আজ আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জণ বর্নের সমন্বয়ে বাক্য গঠন, বাচ্ছিম, উচ্চারণের সাধারণ কিছু নিয়ম।
লেকচার-২ তে অসাবধানতাবশতঃ একটা ভুল রয়ে গেছে। তা হলো, কোরিয়ান ভাষা লেখার নিয়ম হচ্ছে
– লেখা বাম থেকে ডানে যাবে
– উপর থেকে নীচে আসবে
এই লেকচারটি দুই ভাগে যথাক্রমে ইউটিউব এবং ড্রপবক্সে আপলোড করা হয়েছে।
ইউটিউব ভিডিওর সরাসরি লিঙ্ক-১ এবং ২
ড্রপবক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ভিডিও দুইটি।
ড্রপবক্স ১ এবং ড্রপবক্স ২
অনেকেই জানিয়েছেন ইউটিউব থেকে ডাউনলোড করতে পারছেননা। তাদের জন্য ছোট্ট দুটা টিপস্ শেয়ার করছি।আমি নিজেই এভাবে ইউটিউব থেকে ভিডিও নামাই।
যারা ফায়ারফক্স ব্যবহার করেনঃ তারা দুটো এড অন এর মাধ্যমে ভিডিওগুলো নামাতে পারেন।
– Video download helper
– 1-Click YouTube Video Download 2.1.3 (এর মাধ্যমে আপনি থ্রিজিপি ফরমেটে ভিডিও নামাতে পারবেন)
যারা উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করেনঃ তারা এড্রেসবারে কাংখিত লিংকটি দিয়ে একটু ছোট্ট কষ্ট করবেন। ধরুন আপনার লিঙ্ক যদি হয় এমন,
http://www.youtube.com/watch?v=qXiwzLtQGes (www. এর পরিবর্তে 10 লিখে প্রেস করবেন) । নীচের লিঙ্কের মত দেখতে হবে।
http://10youtube.com/watch?v=qXiwzLtQGes এখানে থেকেই আপনি আপনার সুবিধাজনক ফরমেটে ভিডিও নামাতে পারবেন।
ভালো থাকুন সকলেই… আর প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন।