«

»

এপ্রিল 30

বেসিক ওয়েবসাইট – লেকচার ৬ – অসাধারণ ওয়েবসাইট

 

বেসিক ওয়েবসাইট – লেকচার – ইনপুট ও ওয়েব ডিজাইন

[কোর্সের মূল পাতা ও লেকচার তালিকা | নিবন্ধনের লিংক]

(ইউটিউব দেখতে না পারলে ভিডিওটা ফেইসবুকেই দেখে নিতে পারেন)

(আপনি চাইলে গুগল ড্রাইভ ১ অথবা গুগল ড্রাইভ ২ থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারেন)

হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা জমে উঠেছে,
আমি চৌধুরী জাফর উল্লাহ সারাফত
(সারাফত কে শরবত ভেবে ভুল করবেন না)
আমার বাম পাশে আছে (!)
কে আছে? কে আছে ??
তা জানতে হবে তার কাছ থেকে ইনপুট নিতে হবে
ইনপুট নেবার উপায় হচ্ছে <input></input>

ও হা জেনে গেছি উনি উত্ফল শুভ্র
ভাই আপনার পাসওয়ার্ড কি?
আরে, জনসমক্ষে কি পাসওয়ার্ড বলা যায়?
পাসওয়ার্ড বলতে হবে সঙ্গোপনে, আড়ালে, অন্তরালে কিংবা মগডালে
তার মানে এইটা আলাদা টাইপের জিনিস, তাই টাইপ তা বলে দিতে হবে
চিন্তার কুনো নাই কুল, মাঠে নামছে বাংলার ফুল, আশরাফুল
জাস্ট একটা টাইপ লাগাই দিবেন

<input type=”password”></input>

গ্যালারীতে সেরাম কাউরে দেখে,
চোখ টিপ বা টিক মারার দরকার গেলো  পরে
বাংলার ফুল, আশরাফুল কি পারবে টিক দিতে?
টিক দিতে হলে, চেকবক্স করতে হবে
কিন্তু চেক কই পাবে, খেলার টাইমে?
চট করে মুন্নি সাহা বলে উঠলো

<input type=”checkbox”></input>

মুন্নি চোখ কচলাতে কচলাতে, জানুয়ারী মাসের প্রথম দিন কয় তারিখে??
প্রথম আলোর মতি ভাই, পুলকিত হয়ে বললো, টাইপ টা শুধু ডেইট করে দে
ডেইট মতি ভাইয়ের লগে না, html এর লগে
<input type=”date”></input>

একটু পর ঝিমাইতে ঝিমাইতে মতি ভাই বললো আচ্ছা রেডিও বাজে কই
কমেন্ট্রি বক্সের কাচ ভেঙ্গে ঢুকে পড়লো, বাংলার টম ক্রুজ, জলিল ভাই
ম্যান সিস্টারে MBA করার সময় ঘানায় দেখেছেন
টাইপ টা শুধু রেডিও করে দিলেন

<input type=”radio”></input>

এতক্ষণ সবার হাঙ্কি পাঙ্কি দেখে মুচকি হাসছিলেন
বাবু, রুবেল সহ এনাম মেডিকেলের সোনার সন্তানেরা
তুমরা শুধু বুলি আওড়াইতে পারো, ভবনের স্তম্ব নাড়াতে পারো
কিন্তু আসল কাজটা করতে চাও না
ঝুকি নিতে চাও না, ক্ষমতা চাও, ভালবাসতে চাও না
ভালবাসা সাবমিট করতে হয়, বাটন দিয়ে

<button>Submit</button>

এইবার পুরস্কার ঘোষণা করবেন, প্রতিবেশিনী চিনা চৌহান
(চিনা বামুনের (চৌহানের) পৈতা লাগে না)
এন্ড দা অ্যাওয়ার্ড গোজ টু, নান আদার দেন, দি গ্রেট পদার্থবিদ
ফর হিজ স্তম্ব নাড়ানি থিওরী

আগের লেকচার আরও দেখুন পরের লেকচার

Comments

comments

About the author

ঝংকার মাহবুব

আমি ঝংকার মাহবুব (jhankar.mahbub@gmail.com)। আমি BUET থেকে ২০০৭ এ পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ২০১২ সালে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আর পছন্দ করি ওয়েবসাইট বানাতে।

Leave a Reply