লেটার অফ রেকোমেন্ডেশন
আজকের পর্বে যা থাকছে:
অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্যতম একটি অংশ হল রেকোমেন্ডেশন লেটার। আজকের লেকচারে আমরা আলোচনা করেছি রেকোমেন্ডেশন লেটার নিয়ে। রেকোমেন্ডেশন লেটারের উপর একজন শিক্ষার্থীর এ্যডমিশনের সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করে। আপনি আপনার রেসুমি বা এস-ও-পি তে যে তথ্য উল্লেখ করবেন তা জোরদার করার জন্য রিকমেন্ডেশন লেটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিকমেন্ডেশন লেটার সাধারণত এ্যডভাইসর, সুপারভাইসর, পরিচিত প্রফেসর বা চাকরির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই লেটার লিখার নিয়ম এবং আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে আগ্রহী আপনার বন্ধুদের ও দেখতে উৎসাহিত করুন।
রেকোমেন্ডেশন লেটার from HigherStudyAbroad on Vimeo.
আগামী পর্বে যা থাকছে:
বিদেশে উচ্চশিক্ষা সঙ্ক্রান্ত এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। আশা করছি লেকচারগুলোর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত মোটামুটি ধারণা আপনারা পেয়েছেন। ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত আরও গঠনমূলক ও তত্থবহুল আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা রাখছি। আগামী আয়জনের জন্য নিয়মিত চোখ রাখুন শিক্ষক.কম এবং HigherStudyAbroad ওয়েবসাইট এ।
কোর্সের সব লেকচারের তালিকা: