«

»

মার্চ 03

কম্পিউটার ভিশন: ছবির আলোকীয় গঠন

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক | আগের লেকচার]

ছবির জ্যামিতিক গঠন নিয়ে এর আগে আমরা পড়াশুনা করেছি। আজ আমরা শিখব ছবির আলোকীয় গঠন নিয়ে। সেই সাথে আমরা ব্যবহারিক এর মাধ্যমে শিখে নিব পিক্সেল কি জিনিস ? কিভাবে পিক্সেল এর মান নির্নয় করতে হয়?

 

MATLAB Code

ছবি কম্পিউটারের ডিস্ক থেকে পড়ার জন্য imread কমান্ড যেটি I নামক Variable এ সেভ হবে।

I=imread(‘peppers.png’);

এখন I ভ্যারিয়েবল থেকে ছবি দেখার জন্য আমরা Figure ব্যাবহার করব।

figure,imshow(I)

কোন পিক্সেল এর কত মান তা দেখার জন্য imtool কমান্ড

imtool(I)

 

অন্যান্য লেকচারসমূহ

Perspective Phenomenon (২০শে জানুয়ারী ২০১৩)
Homogeneous Coordinate [২৬শে জানুয়ারী] 

Comments

comments

About the author

শেখ ফরিদুল হাসান

বর্তমানে কোর্স শিক্ষক Technicolor R&D, France-এ Postdoctoral গবেষক হিসাবে কর্মরত আছেন।

Leave a Reply