«

»

মার্চ 10

দাবা খেলা পরিচিতি – লেকচার ১৬,২ – রাজা ও বোড়ে বনাম রাজা – দ্বিতীয় কিস্তি

ইউটিউব ভিডিও লিঙ্কঃ

আমরা আগের লেকচার যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করবো। নিচের পজিশন দেখুন

lecture16.7

সহজতম জুগজুয়াং/অপোজিশন। এর অর্থ হলো, চাল দিতে বাধ্য হলে আপনার অবস্থা খারাপ হয়। সাদার চাল হলে খেলা ড্র , কালোর চাল হলে খেলায় হার।

  • সাদার চাল

এই অবস্থায় সাদার চাল হলে খেলা ড্র, কারন সাদার কাছে মাত্র একটা চাল আছে।

1.Ke6

এবং এরপর কালো রাজার চালের কোন জায়গা নেই, তাই স্টেলমেট, এবং খেলা ড্র । সাদা রাজা অন্য কোন চাল দিলে বোড়ের রক্ষণ থাকবে না, তাই কালো রাজা বোড়ে খেয়ে নেবে, এবং খেলা ড্র ।

  • কালোর চাল

কালোর চাল হলে কালোর রাজা বোড়ের মন্ত্রী হওয়ার ঘরের দখল ছাড়তে বাধ্য হবে। যেমন

1…Kf7 2.Kd77 Kf6 3.e8Q

এবং একটা মন্ত্রী নিয়ে সাদা খেলা সহজে জিতে যাবে।

…………………………………………………………………………

King on the 6th rank – stronger side always wins

এবার নিচের ছবিটি দেখুন।

lecture16.9

সাদার রাজা ষষ্ঠ র‍্যাঙ্কে পৌছলে সবসময় সাদা জয়ী হয়। সাদার রাজা অনেকদূর এগিয়ে গেছে, তাই কার কাছে অপোজিশন আছে তার উপর খেলার ফল নির্ভর করে না।

মাথায় রাখুন, এই অবস্থায় যার চাল ই হোক না ক্যানো, সাদা খেলা জিতে যাবে। নিয়ম টাকে সাধারণভাবে বললেঃ

  • সাদার রাজা যদি ষষ্ঠ র‍্যাঙ্কের দখল নিতে পারে তবে যার চাল ই হোক – সাদা খেলা জিতে যাবে।

প্রথমে সাদার চাল

1. Kd6 Kd8 2.e6 Ke8 3.e7

এবং আমরা লেকচারের একদম উপরের পজিশনে পৌছেছি, এবং কালোর চাল। সুতরাং সাদা জয়ী।

এবং যদি কালোর চাল হতো তাহলেও কালো রাজা মন্ত্রী হওয়ার ঘরের দখল হারাতে বাধ্য হবে। যেমন

1…Kf8 2.Kd7!

lecture16.10

সাদার কাছে অপোজিশন থাকলে কালোর রাজা যেদিকে সরে যাবে সাদার রাজা তার উল্টোদিক দিয়ে হানা দিয়ে সামনের ঘরের দখল নিতে সক্ষম হবে। এই পদ্ধতিকে দাবার ভাষায় বলা হয় আউটফ্লানকিং

 

এরকম সামনাসামনি থাকা অবস্থায় কালোর রাজা যেদিকে যাবে আপনি রাজা নিয়ে তার উলটো দিকে যাবেন। এর ফলে কালোর রাজা একে একে সামনের ঘরের দখল ছেড়ে দিতে বাধ্য হবে।

  • Opposition and Outflanking

এরকম অবস্থায় যার চাল তার অসুবিধা। একে দাবার ভাষায় বলা হয় opposition. এরকম অবস্থায় যে খেলোয়াড় চালতে বাধ্য নয় সে অপোজিশনের সুবিধা পাবে। কালোর চাল হলে সাদার অপোজিশনের সুবিধা আছে।

অপোজিশনের সুবিধা নিয়ে কালো রাজার বিপরীত দিকে গিয়ে আপনি সামনের ঘর গুলো থেকে একে একে কালো রাজার দখল মুক্ত করতে পারেন। এরকম ভাবে কালো রাজা একদিকে গেলে অন্যদিক দিয়ে হানা দেওয়ার পদ্ধতিকে দাবার ভাষায় বলা হয় outflanking এখানে সাদা রাজা ওপোজিশনের সুবিধা নিয়ে কালো রাজা কে আঊটফ্লাঙ্ক করেছে।

 

বা

1…Kd8 2.Kf7!

এবং সাদা রাজা মন্ত্রী হওয়ার ঘরের দখল নিয়ে নিয়েছে। এরপর বোড়ে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে মন্ত্রী বানিয়ে খেলা জিততে হবে।

সুতরাং সাদার রাজা ষষ্ঠ র‍্যাঙ্কের দখল নিয়ে নিলে কার চাল তার উপর খেলার ফলাফল নির্ভর করে না। সাদা সবসময় জয়ী হবে।

…………………………………………………………………

King on the fifth rank – Opposition rules.

নিচের ছবিটি দেখুন। এবার রাজা পঞ্চম র‍্যাঙ্কে আছে।

lecture16.2.1

এই অবস্থায় অপোজিশন খুব গুরুত্বপূর্ণ। কালোর চাল হলে সাদার অপোজিশন আছে, তাই সাদা জিততে সক্ষম হবে। সাদার চাল হলে সাদার অপোজিশন নেই, তাই জিততে পারবে না। কালো খেলা ড্র করতে সক্ষম হবে।

 

 

  • উপরের পজিশনে যার চাল নয় তার অপোজিশনের সুবিধা আছে।

আমরা আগের উদাহরণে দেখেছি সাদার রাজা ষষ্ঠ ঘরে পৌছ গেলে কার চাল তার উপর খেলার ফলাফল নির্ভর করে না। কিন্তু এবার দেখবো এক্ষেত্রে অপোজিশন গুরুত্বপূর্ণ।

এই পজিশনে সাদার অপোজিশন থাকলে তবেই সাদা খেলা জিততে পারবে। কালোর ওপোজিশন থাকলে কালো খেলা ড্র করতে সমর্থ হবে।

  • অর্থাৎ উপরের পজিশনে সাদার চাল হলে খেলা ড্র । কালোর চাল হলে কালো হারবে।

এমন টা কিভাবে হবে তা আমরা নিচে দেখবো

……………………………………………………………………………………………………..

প্রথমে ধরা যাক সাদার চালঃ

  • সাদার অপোজিশন না থাকলে সাদার রাজা কালোর রাজাকে আউটফ্লাঙ্ক করতে সমর্থ হবে না। যেমন

1.Kd5 Kd7 2.Ke5 Ke7 3.Kf5 Kf7

এভাবে কালোরা রাজা সাদার রাজাকে ব্লক করেই চলবে। এবং সাদার রাজা সামনে এগোতে পারবে না। সাদার রাজা বোড়ে থেকে দূরে পালাতে চেষ্টা করলে কালো রাজা নিয়ে সাদার বোড়ে আক্রমণ করতে পারবে। এবং প্রয়োজনে আগের পজিশনে ফেরত যাবে।

সাদা যদি কোন রকম পজিশনের উন্নতি না করতে পারে তবে পজিশন তিনবার রিপিট হবার পর নিয়ম অনুযায়ী খেলা ড্র হবে।

  • এবার আমরা দেখবো সাদা রাজা দিয়ে ষষ্ঠ র‍্যাঙ্ক দখল করার আগেই বোড়ে এগিয়ে নিয়ে যায় তাহলে কি হবে। নিচের অংশ টা দেখুন।

1.Kd5 Kd7 2.e5 Ke7 3.e6

এবং কালোর চাল। কালোর রাজা পিছিয়ে যেতে বাধ্য। পিছিয়ে যাওয়ার জন্য তিনটি ঘর আছে। কোথায় যাবেন? একটা সংকেত দিচ্ছিঃ মাত্র একটা ঘরে গেলেই খেলা ড্র করতে সমর্থ হবেন। বাকি দুটি ঘরে গেলে খেলায় হেরে যাবেন।

বাকি অংশটা পড়ার আগে এই পাজলটা সমাধান করার চেষ্টা করুন।

lecture16.2.2

কালোর পক্ষে খেলা ড্র করা সম্ভব, তবে সঠিক চাল দিতে হবে। বোড়ের সামনের ঘরের দখল ছেড়ে দিতে বাধ্য হলে রাজাকে সবসময় সোজা নিচের দিকে চালবেন, তবেই খেলা ড্র করতে পারবেন।
সবুজ তীর- খেলা ড্র । লাল তীর – কালোর হার।

 

উত্তরঃ ড্র করার জন্য চাল হলো কালো রাজার সোজা নিচে নেমে যাওয়া।

3…Ke8

এরপর

4.Kd6 Kd8! এবং কালো আবার অপোজিশন নিয়েছে। সাদা যদি অন্যরকম চাল দেওয়ার চেষ্টা করে তবে আপনাকে ধৈর্য ধরে রক্ষণ সামলাতে হবে। যেমন,

4. Ke5 Ke7 5.Kf5 Ke8! 6.Kf6 Kf8 ইত্যাদি।

সাদা যদি এবার বোড়ে এগোনোর চেষ্টা করে তবে

7.e7+ Ke8

এবং খেলা ড্র, কারন আমরা লেকচারের একদম প্রথম ছবিতে পৌছেছি। এবং সাদার চাল।

প্রশ্নঃ সাদার রাজা ষষ্ঠ র‍্যাঙ্কে পৌছে গেলে কালো খেলা ড্র করতে পারে না কেন? কারন কালোর রাজা অষ্টম র‍্যাঙ্কে আছে, তাই আর সরাসরি পিছনে যাবার কোন যায়গা নেই। তাই অপোজিশনের সুবিধা নিতে পারে না।

………………………………………………………………………………

  • কালোর চাল হলে খেলার ফলাফল অন্যরকম হতো। সাদার রাজা খুব সহজে কালোর রাজাকে আউটফ্লাঙ্ক করে দিতে সক্ষম হতো
lecture16.2.1

রাজা এগিয়ে যতটা সম্ভব সামনের ঘরের দখল নেওয়া ভালো। কেবলমাত্র তারপরেই বোড়ে এগিয়ে নিয়ে যাবেন।

 

1…KF7 2.Kd6! Ke8 3.Ke6

এবং সাদার রাজা ষষ্ঠ ঘরের দখল নিতে সক্ষম হয়েছে। এরপর যার চাল ই হোক, সাদা জয়ী হবে।

King on the 4th rank – Opposition rules

এটা আগের লেকচারের পাজল। এবার আগের লেকচারের পাজল টা সমাধান করার চেষ্টা করুন। এই লেকচার টা বুঝতে পারলে পাজল টা সমাধান করতে অসুবিধা হবে না। রাজা ৫ম র‍্যাঙ্কে থাকলে যেমন ভাবে জিতেছেন ঠিক তেমন ভাবেই জিততে হবে।

হিন্টঃ

  • কালোর চাল হলে আপনি জিততে পারবেন। আউটফ্লাঙ্কিং এর মাধ্যমে রাজা ও বোড়ে কে একটু একটু করে এগিয়ে নিয়ে শেষ পর্যন্ত সহজে জেতা যায় এমন একটা পজিশনে পৌছতে পারবেন।
  • সাদার চাল হলে কালো ভুল না করলে খেলা জেতা সম্ভব নয়। কালো যদি প্রয়োজনে সোজা নিচে রাজা পিছিয়ে নিয়ে যাওয়ার নিয়মটা মাথায় রাখে তাহলে সহজেই খেলা ড্র করতে পারবে।

……………………………………………………………………………………………

সংক্ষেপে বললেঃ

রাজা ও বোড়ের এন্ডগেম জিততে গেলে নিচের শর্তাবলী পূরণ হতে হবেঃ

  • রাজা বোড়ের সামনে থাকতে হবে, এবং ওপোজিশনের সুবিধা থাকতে হবে।

King leads, pawn follows.

  • রাজা অনেক এগিয়ে গেলে (ষষ্ঠ র‍্যাঙ্ক) অপোজিশনের উপর খেলার ফলাফল নির্ভর করে না। সাদা সবসময় জয়ী হবে।

এই লেকচার টা কয়েকবার ভালো করে মন দিয়ে পড়ুন। এটা একটু কঠিন বিষয়। তবে অন্য যে কোন এন্ডিং বোঝার আগে এই এন্ডিং বোঝা আবশ্যিক। ভালো করে বোঝার জন্য বেশ কয়েকবার প্রাকটিস দরকার।

 

Comments

comments

About the author

রাজীব মন্ডল

আমি একজন রসায়নের গ্রাজুয়েট স্টুডেন্ট, কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক ও কানপুর আই আই টি থেকে স্নাতকোত্তর পাঠক্রম শেষ করার পর বর্তমানে মার্কিন মুলুকে জৈব রসায়ন নিয়ে গবেষণারত। দাবা নিয়ে উৎসাহী। উতসাহবশত অনেক পড়াশুনা করেছি। স্কুল কলেজ জীবনে এক আধটা টুর্নামেন্ট খেলেছি, তবে সেগুলোকে খুব সিরিয়াস টুর্নামেন্ট বলে চলে না। তার বাইরে খেলা বলতে ইন্টারনেটে নিয়মিত খেলি এবং তার বাইরে চর্চা ও করি। তবে ইন্টারনেটের বাইরে খুব একটা খেলিনা, বা কোনো খেতাব নেই। পুরোটাই স্ব-শিক্ষা, কোনোদিন অন্য কারো কাছ থেকে তালিম নিইনি, তবে খেলা শেখার পথে বহু লোকের লেখা পড়েছি, যাদের কে আমার শিক্ষক বলা চলে, কারন তাদের ছাড়া খেলা শেখা আমার পক্ষে সম্ভবপর হতো না।

Leave a Reply