কোর্সের মূল পাতা – সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস
নিবন্ধনের লিঙ্ক – এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন
ইউটিউব লিঙ্কঃ http://youtu.be/SmX_kp3Xtlg
কী থাকছে?
আজকের লেকচারে থাকছে সিগনাল সাইজ নিয়ে বিস্তারিত আলোচনা। সিগনালের অ্যামপ্লিচ্যুড, এনার্জি, পাওয়ার ইত্যাদি বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এনার্জি সিগনাল, পাওয়ার সিগনাল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে উদাহরণসহ।
পরবর্তী লেকচারে থাকবে সিগনাল ক্লাসিফিকেশান আর কিছু প্রয়োজনীয় বেসিক সিগনালের উদাহরণ।
সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। দেখা হবে আগামী লেকচারে। আর ভিডিওর ব্যাপারে কোন ফিডব্যাক, বা কীভাবে ভাল করা যায় এরকম আরও পরামর্শ থাকলে আমাকে জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।