স্টেটমেন্ট অফ পারপাস – পরিচিতি এবং প্রস্তুতি
আজকের পর্বে যা থাকছে:
ইউনিভার্সিটিতে আবেদন করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপর্ণ ধাপ হচ্ছে- আপনি কেন সেই ইউনিভাসিটিতে ভর্তি হতে চান সেই কারণ দর্শানো, এবং এত হাজার হাজার আবেদনকারীর মধ্যে কেনই বা আপনাকে বেছে নেওয়া হবে সেটা ব্যাখ্যা করা। এসব প্রশ্নের উত্তর দিতেই ইউনিভার্সিটিকে উদ্দেশ্য করে লেখা হয় স্টেটমেন্ট অফ পারপাস (SOP)| যেহেতু এই প্রসঙ্গটি নিয়ে বিশদ আলোচনা প্রয়োজন, SOP নিয়ে পর্বটি আমরা দুই খন্ডে ভাগ করেছি। প্রথম খন্ডে থাকবে SOP কি, কেন লিখবেন, এবং কিভাবে SOP লেখার জন্য প্রস্তুতি নিবেন। পরের খন্ডে থাকবে কিভাবে SOP লিখতে হয় এবং এর কাঠামোগত দিকগুলো।
স্টেটমেন্ট অফ পারপাস – পরিচিতি এবং প্রস্তুতি from HigherStudyAbroad on Vimeo.
আগামী পর্বে যা থাকছে:
সপ্তম ক্লাস: স্টেটমেন্ট অফ পারপাস – কাঠামো এবং লেখনপ্রক্রিয়া (ফেব্রুয়ারী ৮, ২০১৩)
কোর্সের সব লেকচারের তালিকা: