কভার লেটার বা ইন্ট্রোডাকশন লেটার বা জব অ্যাপ্লিকেশন (পর্ব ২)
কভার লেটার বিষয়ে আলোচনার এই পর্বে আমরা কয়েকটি উদাহরণ দেখবো (পর্ব ১ এর ধারাবাহিকতা অনুযায়ী)। এখানে অনেক ফান করে উদাহরণগুলো তৈরী করা হয়েছে। মনে রাখবেন, আমাদের মূল উদ্দেশ্য হলো কভার লেটার লেখাতে কোন কোন বিষয় মাথায় রাখা দরকার, ফরম্যাট কেমন হতে পারে এবং প্রাসঙ্গিকতার সাথে যুক্তিভিত্তিক উপস্থাপনা কেমন হতে পারে সেটা বোঝা যাতে কাউকে কেউ কপি-পেস্ট কভার লেটার লিখতে না হয়। নিজের কভার লেটার নিজে লিখুন নিজের মতো করে।
নিচের প্রতিটি উদাহরণের কাভার লেটারটি বড় করে দেখতে হলে ছবির উপরে ক্লিক করুন।