বিদেশে উচ্চশিক্ষা কেন করব? এবং আরো কিছু কথা…
আজকের পর্বে যা থাকছে:
বিদেশে উচ্চশিক্ষার পথপরিক্রমাটুকু কখনই সহজসাধ্য ছিল না। সেটা হোক জিআরই দেওয়ার ক্ষেত্রে, অথবা কাঙ্খিত শিক্ষাপ্রথিষ্ঠানে আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে। এই বন্ধুর পথে সঠিক সময়ে সঠিক তথ্যের সাথে যা দরকার তা হলো- অনুপ্রেরণা।
সবকিছু শুরুর আগে আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব – কেন বিদেশে উচ্চশিক্ষা জরুরি? কিভাবে উচ্চশিক্ষার মাধ্যমে দেশের জন্য হিতকর কাজ করা যায়?- ইত্যাদি। ভিডিওটি দেখুন, জেনে নিন।
সবশেষে- আপনার যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
কোর্সের সব লেকচারের তালিকা:
এই কোর্সের সিলেবাস এবং সব লেকচারের তালিকা পেতে হলে এখানে ক্লিক করে কোর্সের মূল পাতাটি দেখুন ও বুকমার্ক করে রাখুন।