কোর্স পরিচিতি ও নিবন্ধনের ফর্ম।
আজকের বিষয় – Kirchhoff এর ভোল্টেজ সূত্র ও কারেন্ট সূত্র। ধারণা হিসেবে বেশ সহজ হলেও অ্যাপ্লিকেশনে এই সূত্র দুইটি খু্বই শক্তিশালী। সূত্র দুইটি মূলত: চার্জ ও শক্তির কনজার্ভেশন এর উপর ভিত্তি করে তৈরি।
সংক্ষেপে ও সহজ ভাষায় বলতে গেলে , Kirchhoff বলতে চান –
১) কারেন্টের ক্ষেত্রে – what goes in must come out
২) ভোল্টেজের ক্ষেত্রে – উৎসে যে ভোল্টেজ থাকবে, সাকির্টে মোট ভোল্টেজ ড্রপ তার সমান হবে।
ইউটিউবে দেখতে না পেলে লেকচারের ভিডিও ডাউনলোড করা যাবে – এখানেও।
লেকচারের স্লাইড –
কুইজ -৪ কুইজে অংশ নিতে হলে এখানে ক্লিক করুন অথবা নিচের ফর্মে সরাসরি কুইজটির জবাব দিন।