ওয়েবসাইট কনসেপ্ট – DNS – ডোমেইন নেম সার্ভার
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
ফ্রি ডোমেইন নাম রেজিস্ট্রেশন : freenom.com
এই লেকচার এ দেখানো হয়েছে কিভাবে এক ওয়েবসাইট থেকে ডোমেইন কিনে অন্য ওয়েবসাইট এ হোস্টিং করা যায়। যেকোন হোস্টিং ওয়েবসাইট থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করা যায়। চাইলে এক ওয়েবসাইট থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করে অন্য হোস্টিং কোম্পানি তে ডোমেইন টা হোস্ট করা যায়। মানে হলো কেউ ডোমেইন নাম টা লিখলে হোস্টিং কোম্পানির সার্ভার থেকে ওয়েবসাইট টি দেখাবে। এই কাজ টা কিভাবে সম্ভব? মাঝে কি কিছু আছে যেটা এই ডোমেইন – হোস্টিং এর সম্পর্ক ঠিক ভাবে নিয়ন্ত্রণ করে – নেম সার্ভার (Name server ). নেম সার্ভার হলো একটি কম্পিউটার যার কাজ হলো ডোমেইন নাম কে IP এড্রেস এ রূপান্তর করা অথবা IP এড্রেস কে ডোমেইন নাম এ। নেম সার্ভার কিভাবে কাজ করে তা এই লেকচার এবং কোর্স এর স্কোপ এর বাইরে।
সাধারণত হোস্টিং কোম্পানি তে নেম সার্ভার এর তথ্য দেয়া থাকে। কন্ট্রোল প্যানেল এ নেম সার্ভার এর তথ্য পাওয়া যায়। নেম সার্ভার হতে পারে : ns1.hostingcompany.com , ns2.hostingcompany.com . এই তথ্য গুলো ডোমেন যে কোম্পানি থেকে কেনা হয়েছে সেখানে দিয়ে দিতে হবে। ডোমেইন এর ওয়েবসাইট এ DNS ব্যবহার করার জন্য অপসন থাকে।
Website :: digitaloy.com
Youtube এ সাবস্ক্রাইব করুন নতুন কোর্স আসার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য : https://goo.gl/ZHBm3V
কোনো প্রশ্ন আছে ? জিজ্ঞাসা করুন আমাদের ফেইসবুক গ্রুপ এ : https://www.facebook.com/groups/webtutts
ফেইসবুক পেজ : https://facebook.com/digitaloy/
আমরা আছি টুইটার এ : https://twitter.com/digitaloy