«

»

অক্টো. 07

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট – লেকচার ১৫ – Live ওয়েবসাইট

 

     Live ওয়েবসাইট

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

পূর্বের লেকচার :  FTP একাউন্ট ইনফরমেশন, লোকাল ফাইল ট্রান্সফার

          পরবর্তী লেকচার: আসুন WordPress ইনস্টল করে টাকা উপার্জন করি

 

 

 

 

ফ্রি হোস্টিং এর লিংক: ওয়েব হোস্ট

এই লেকচার এ দেখানো হয়েছে কিভাবে হোস্টিং সার্ভার এ WordPress ইনস্টল করা যায়। এই ইনস্টল এর জন্য কয়েকটি ধাপ আছে :

১. প্রথমে ওয়েবসাইট এর জন্য ভাষা পছন্দ করুন।  আমি ইংলিশ ভাষা পছন্দ করেছি।

২. WordPress ইনস্টল করার জন্য ডাটাবেস কানেকশন লাগবে। যদি ডাটাবেস সম্পর্কে আবার জানা লাগে তাহলে আগের এই লেকচারটি দেখে নিন : ডাটাবেস সম্পর্কে বেসিক ধারণা

৩. এরপর ওয়েবসাইট এর নাম / টাইটেল , অ্যাডমিন একাউন্ট  এর নাম, পাসওয়ার্ড দিতে হবে।  অ্যাডমিন একাউন্ট এর নাম admin না রাখলেই ভালো।

৪. সব কিছু ঠিক ভাবে হয়ে গেলে আপনার ওয়েবসাইট Live হয়ে যাবে। অ্যাডমিন একাউন্ট নাম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেল এ লগইন করুন।

আপনি এখন একটি WordPress ওয়েবসাইট এর গর্বিত মালিক।

 

Website :: digitaloy.com

Facebook Page ::  www.facebook.com/digitaloy

Facebook Group :: ডিজিটালয়

Comments

comments

About the author

মো: সাজ্জাদুল ফারুক রবিন

Leave a Reply