স্বাগতম সবাইকে। আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট কোর্সের আজকের লেকচার দুটি বিষয়ের উপর। আজ আমরা দেখব XCode থেকে কিভাবে কোডের ভার্সন কনট্রোল করতে হয় এবং আমাদের অ্যাপ কিভাবে অ্যাপ কিভাবে অ্যাপস্টোরে সাবমিট করতে হয়। চলুন ঝটপট দেখে নেয়া যাক নিচের ভিডিওতে।
কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন। আমি সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব।
এই লেকচারের সাথেই আমাদের কোর্স এখানেই শেষ হচ্ছে। বিভিন্ন সময়ে আপনাদের থেকে যে সাড়া পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। দীর্ঘ সময় ধরে যারা এই কোর্স ফলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ 🙂