প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। কোর্সের মূল পাতাটা এখানে।
মিশ্র গুণ আর শিশ্র ভাগের একটি প্রয়োগ হল ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে হল ১-এর নিয়ম। এই পদ্ধতিতে প্রথমে ১-এর সাপেক্ষ কেন একটা কিছুর মান/সংখ্যা ইত্যাদি বের করা হয়। তারপর তা থেকে যে কোন দিকে যাওয়া যায়। ঐকিক নিয়মে ভাল করার বুদ্ধি হল কখন গুণ এবং কখন ভাগ হবে সেটা ঠিকমত বুঝতে পারা।
এই লেকচারটি ছোট কারণ ঐকিক নিয়মের বেলায় মাথা খাটানোটাই আসল। বিবিধ আলোচনায় আমরা এই সংক্রান্ত কিছু বিশেষ সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
এ কোর্সের সহায়ক কিছু ম্যাটেরিয়াল পাওয়া যাবে এখানে
সবার জন্য শুভ কামনা।