প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। কোর্সের মূল পাতাটা এখানে।
আগের পর্বে আমরা মৌলিক সংখ্যা চিনেছি। এখন আমরা জানি ১ থেকে বড় পূর্ণ সংখ্যাদের দুইটি দল- মৌলিক সংখ্যা এবং কৃত্রিম সংখ্যা।
কৃত্রিম সংখ্যার যেহেতু দুই-এর অধিক উৎপাদক থাকে কাজে আমরা চেষ্টা কররে যে কোন মৌলিক সংখ্যাকে এর ভেতরের মৌরিক সংখ্যাগুলোর গুনফল হিসাবে প্রকাশ করতে পারি।
এজন্য আমাদের আসলে কী করতে হয়?
যে কোন সংখ্যার মৌরিক উৎপাদকগুলো বের করার জন্য ঐ সংখ্যাকে ২, ৩, ৫, ৭, ১১, ১৩… এভাবে মৌলিক সংখ্যাগুলোদিয়ে পর্যায়ক্রমে ভাগ করে দেখতে হয় সেটি কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে নি:শেষে বিভাজ্য। তবে, আলাদাভাবে না করেও এটি করা যায়।
যেমন ধরা যাক ১২। ১২ এর এককের সংখ্যা যেহেতু ২ কাজে এটি জোড় সংখ্যা এবং ২ দ্বারা বিভাজ্য। ২ দিয়ে ১২ কে ভাগ করলে ভাগফল হবে ৬ যা কিনা আবার ২ দিয়ে বিভাজ্য। এভাবে আমরা ভাগ করতে থাকলে পাবো-
১২=২X২X৩
এর মানে হল প্রথম উৎপাদকটা পেলে পরে সেই উৎপাদকেদিয়ে ভাগের ভাগফলটা নিয়ে একই কাজ করা যাবে।
এই কাজটাই আমরা বোঝার চেষ্টা করেছি। এবারের পর্বে।
সবাইকে শুভেচ্ছা