[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
অ্যাডোবি ফটোশপ একটি জনপ্রিয় গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণত সফটওয়্যারটি ফটোশপ নামেই পরিচিত। সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। প্রতিষ্ঠানটির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের উপযোগি এই সফটওয়্যারটি টমাস নল এবং জন নল নামের দুই ভাই ১৯৮৭ সালে তৈরির কাজ আরম্ভ করেন।
প্রাথমিক ছাপার কাজে ব্যবহৃত ছবি সম্পাদনার জন্য ফটোশপ তৈরি করা হয়েছিল। কিন্তু ইন্টারনেট বিস্তারের সাথে সাথে ফটোশপ ব্যাপকভাবে ইন্টারনেটের ছবি সম্পাদনা করার কাজে ব্যবহৃত হচ্ছে । ফটোশপের ছবি আঁকার তুলিগুলি এত উঁচুদরের যে বহু শিল্পী ডিজিটাল পেনের (একরকম পেন যার সাহায্যে কমপিউটারে ছবি আঁকা সম্ভব, একে ওয়াকম ট্যাবলেটও বলে) সাহায্যে ফটোশপে ছবি আঁকেন।
আঁকাজোঁকা ও ছবি সম্পাদনা করতে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন প্রিয়দের জন্য ফটোশপের সর্বশেষ সংস্করণ সিএস৬ এর ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। বেসিক থেকে শুরু করে অর্থাৎ একেবারে নতুনদের জন্য উপযোগি করে এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে করা হবে। প্রথম পর্বে ফটোশপে ইমেজ ওপেন কিভাবে করা হয় এবং মিনি ব্রিজ টুলস কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কোর্স ওভার ভিউঃ
এই ফটোশপ এডভান্স কোর্সে কি কি বিষয় শেখানো হবে চলুন তা এক নজরে দেখে নেয়া যাক।
বুঝতে কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।
ভাল থাকুন।
ধন্যবাদ। 🙂
1 comment
1 ping
Forhad
জানুয়ারী 13, 2017 at 3:21 পূর্বাহ্ন (UTC -5) Link to this comment
plz give me all tutorial link
ফটোশপ লেকচার ৫ঃ লেয়ার প্যানেল প্রজেক্ট পর্ব-০৪, লেয়ার প্যানেল প্রজেক্ট পর্ব-০৫, ফাইল সেভ করা | শিক
এপ্রিল 19, 2015 at 12:17 পূর্বাহ্ন (UTC -5) Link to this comment
[…] […]