«

»

ফেব্রু. 27

জার্মান ভাষার সহজ পাঠ-লেকচার ৫-আর্টিকেল

 

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

 

lecture 5 pix

Hallo Freunde, হালো ফ্রয়েন্ডে

হ্যালো বন্ধুরা,

সবাইকে স্বাগত জানাচ্ছি জার্মান ভাষার সহজ পাঠ কোর্সে।

প্রতিবারের মত আজকের লেকচারের শুরুতেই থাকছে পুরোনো লেকচার নিয়ে অডিও। শুনুন মন দিয়ে সাথে সাথে উচ্চারণ করুন।

 

গত লেকচারে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গিয়েছে। আর তা হলো-বাংলাদেশে যেমন নারী বা পুরুষকে সম্বোধন করার ক্ষেত্রে জনাব ও বেগম ব্যবহার করা হয়, ডয়চে তেমনি পুরুষের ক্ষেত্রে (Herr) হের এবং নারীর ক্ষেত্রে (Frau) ফ্রাও ব্যবহার হয়।

যেমন: রাগিব হাসানকে জার্মান ভাষায় সম্বোধন করা হবে Herr Hasan (হের হাসান) বলে। আর তাঁর স্ত্রী জারিয়া আফরিন চৌধুরীকে সম্বোধন করা হবে (Frau Chowdhury) ফ্রাও চৌধুরী বলে।

এবার আসা যাক আজকের লেকচারে। জার্মান ভাষায় আর্টিকেল যেমন গুরুত্বপূর্ণ তেমনি জটিল বিষয়। এই লেকচারে আর্টিকেলের খুব সাধারণ কিছু বিষয় তুলে ধরব। বিস্তারিত আলোচনায় যাব না।

নীচের টেবিলটি লক্ষ্য করুন। এই কোর্সে আমরা ডেফিনিট আর্টিকেলের নমিনেটিভ ভাগটা নিয়ে আলোচনা করব, যেটি সবচেয়ে বেশি কাজে লাগে।

all articles

German-Articles-1

ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল সব সময়ই The হয় কিন্তু জার্মান ভাষায় ডেফিনিট আর্টিকেল নির্ভর করে নাউনের লিঙ্গের উপর। এবার প্রথম ছকটাকে বাংলা করলে যেমনটা দাঁড়ায়-

 

 আর্টিকেল মাসকুলিন(পুংলিঙ্গ) নয়টার(ক্লিব লিঙ্গ) ফেমিনিন (স্ত্রী লিঙ্গ) প্লুরাল (বহুবচন)
 নমিনেটিভ  ডের    ডাস   ডি ডি

 

ছক থেকে বোঝা যাচ্ছে নমিনেটিভ আর্টিকেলের ক্ষেত্রে নাউন পুংলিঙ্গ হলে এর আগে বসবে ডের(der), স্ত্রী লিঙ্গ হলে ডি(die) এবং ক্লিব লিঙ্গ হলে বসবে ডাস(das)। আর বহুবচন হলে সবক্ষেত্রেই হবে ডি(die)।

 

উদাহরণ- Beispiel/zum Beispiel(বাইশ্পিল/ সুম বাইশ্পিল)

নীচের ছকে আর্টিকেলের কিছু উদাহরণ দেয়া হল। এ থেকে অনেক শব্দের অর্থও আপনাদের জানা হবে।

 

 der Mann -(ডের মান-পুরুষ)    die Frau- (ডি ফ্রাও-নারী) das Kind-(ডাস কিন্ড-শিশু)
 der Fernseher-(ডের ফ্যার্নজেহার-টেলিভিশন)    die Schwester- (ডি শোয়েস্টার-বোন) das Schiff-(ডাস শিফ-জাহাজ)
 der Idiot-(ডের ইডিয়ট-বোকা)    die Milch- (ডি মিল্শ-দুধ) das Spiel-(ডাস শ্পিল-খেলাধুলা)
 der Hund- (ডের হুন্ড-কুকুর)    die Butter- (ডি বুটার-মাখন) das Buch-(ডাস বুখ-বই)
 der Hut- (ডের হুট-টুপি)    die Katze- (ডি কাৎসে-বিড়াল) das Haus-(ডাস হাউস-বাড়ি)
 der Apfel- (ডের আপফেল-আপেল)    die Straße– (ডি শ্ট্রাসে-রাস্তা) das Land-(ডাস লান্ড-দেশ)
 der Beruf-   ( ডের বেরুফ-পেশা)    die Brille (ডি ব্রিলে-চশমা) das Zimmer-(ডাস সিমার-ঘর)
 der Freund- (ডের ফ্রয়েন্ড-বন্ধু)    die freundin– (ডি ফ্রয়েনডিন-বান্ধবী) das Auto-(ডাস আওটো-গাড়ি)
 der Vater-  (ডের ফাটার-বাবা)    die Mutter-(ডি মুটার-মা)  das Buro-(ডাস বুরো-অফিস)
 der Morgen- (ডের মরগেন-সকাল)    die Lampe (ডি লাম্পে-বাতি) das hotel-(ডাস হোটেল-হোটেল)
 der Tag-(ডের টাগ-দিন)    die Zeitung(ডি সাইতুঙ্গ-সংবাদপত্র) das Jahr-(ডাস ইয়ার-বছর)
 der Sohn- (ডের জোন-ছেলে/পুত্র)   die Tochter-(ডি টখটার-মেয়ে/কন্যা) das Telephone-(ডাস টেলিফোন-টেলিফোন)

       

এছাড়া বহুবচন হলেই আর্টিকেল হবে ডি(die), যেমন: die Bücher(ডি বুসার-বইগুলি), die Autos(ডাস আওটোস-গাড়িগুলি), die Monate (ডি মোনাটে-মাসগুলি), ইত্যাদি।

এই অডিওতে আর্টিকেলসহ অনেকগুলো শব্দ আছে। মন দিয়ে শুনুন।

 

কিছু নিয়ম

কোন শব্দগুলো কি লিঙ্গ এটা বোঝার উপায় না থাকলেও কয়েকটি সূত্র মনে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে।

১. পুংলিঙ্গ (der)- যেসব শব্দের শেষে এএর(er) থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো পুংলিঙ্গ, অর্থাৎ এসব শব্দের আগে বসবে ডের(der)। যেমন: der Computer (ডের কম্পিউটার-কম্পিউটার), der Kugelschreiber (ডের কুগেলশ্রাইবার-কলম), der Druker  ড্রুখার-প্রিন্টার) ,

২. স্ত্রীলিঙ্গ(die)-যেসব শব্দের শেষে এ(e) থাকবে সাধারণত সেসব শব্দের আগে বসবে ডি(die)। যেমন:die Lampe (ডি লাম্পে-বাতি), die Brille (ডি ব্রিলে-চশমা), die Katze (ডি কাৎসে-বিড়াল)

৩. স্ত্রীলিঙ্গ(die)-এছাড়া যেসব শব্দের শেষে (ung)উঙ্গ, (schaft) শাফট, টেট (tät) , ইক (ik) , থাকবে সেসব শব্দের আগেও ডি(die) বসবে। যেমন :die Universität (ডি উনিভার্সিটেট-বিশ্ববিদ্যালয়), Die Fußballmannschaft (ডি ফুসবালমানশাফট-ফুটবল দল)die Musik (ডি মুজিক-সঙ্গীত), die Zeitung(ডি সাইতুঙ্গ-সংবাদপত্র)

৪. ক্লিবলিঙ্গ(das)- যেসব শব্দের শেষে উম (um) থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর আগে ডাস (das) বসবে। যেমন: das Datum(ডাস ডাটুম-তারিখ)

এই নিয়মগুলো সবক্ষেত্রে খাটে না। তাই যত বেশি পারবেন নাউনগুলো আর্টিকেলসহ মুখস্থ করবেন।

এবার থাকছে জার্মান আর্টিকেল-এর আর একটি অডিও। শুনুন আর মনে রাখার চেষ্টা করুন।

 

নীচের ছকে পজেসিভ অ্যাডজেকটিভ বা সম্বন্ধসূচক বিশেষণের একটা ছক দেয়া আছে। এটিও জার্মান ভাষায় অত্যন্ত জরুরি।

article 1 2

 

  বাংলা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ বহুবচন
 আমার  মাইন  মাইনে   মাইন  মাইনে
 তোমার  ডাইন  ডাইনে   ডাইন  ডাইনে
 তার (পুরুষ)  জাইন  জাইনে   জাইন  জাইনে
 তার (নারী)  ইহর  ইহরে   ইহর  ইহরে
 আমাদের  উনজের  উনজেরে   উনজের  উনজেরে
 তোমাদের  অয়ার  অয়ারে   অয়ার  অয়ারে
 তাদের  ইহর  ইহরে    ইহর  ইহরে

 

  উদাহরণ

এখানে শুধু প্রথমটার উদাহরণ দিচ্ছি। যেমনঃ

Mein Stift ist schön, (মাইন শ্টিফট ইস্ট শ্যুন)

আমার কলমটা সুন্দর। এখানে শ্টিফট বা কলম পুং লিঙ্গ, তাই এর আগে মাইন হয়েছে।

Meine Uhr ist schön, (মাইনে উহর ইস্ট শ্যুন)

আমার ঘড়িটা সুন্দর।  এখানে উহর বা ঘড়ি স্ত্রী লিঙ্গ, তাই এর আগে মাইনে হয়েছে।

Mein Auto ist schön, (মাইন আওটো ইস্ট শ্যুন)

আমার গাড়িটা সুন্দর। এখানে গাড়ি ক্লিবলিঙ্গ তাই এর আগে মাইন হয়েছে।

Meine Autos sind schön (মাইনে আওটোস জিন্ড শ্যুন)

আমার গাড়িগুলো সুন্দর। এখানে গাড়িগুলো মানে বহুবচন তাই মাইনে।

বাড়ির কাজ-Hausaufgabe(হাউসআউফগাবে) :

এবার বাড়ির কাজ। এখানে তিনটি কলাম আছে। বাড়ির কাজের জন্য শুরুতেই বাড়তি একটি কলাম করুন। দ্বিতীয় কলামে থাকবে জার্মান শব্দ, তৃতীয় কলামে লিঙ্গ, চতুর্থ কলামে বাংলা অর্থ। এরপর প্রথম কলামে বসাবেন আর্টিকেলগুলো।

article food words hw

পঞ্চম লেকচার এখানে শেষ করছি। আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় শিখবো। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।

 

Comments

comments

About the author

অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ জার্মানির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ডয়চে ভেলে'র বাংলা বিভাগে সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে বাংলাদেশে মাছরাঙা ও বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। জার্মানিতে আসার পর কিছুটা কাজের প্রয়োজনে আর বাকিটা নিজের আগ্রহে জার্মান ভাষা শেখার শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর।

Leave a Reply