[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]
Sprechen Sie Deutsch?
শ্প্রেখেন জি ডয়েচ? আপনি কি জার্মান বলতে পারেন? আশা করি এখন কিছুটা পারছেন। আমরা আবারো পেছনের লেকচারগুলোতে একটু ফিরে যাই। দেখুন উচ্চারণগুলো ঠিক ঠিক মনে আছে কিনা। অডিওগুলো মন দিয়ে শুনুন।
A umlaut বা ä এই বর্ণ যুক্ত শব্দগুলোর উচ্চারণ শুনুন এবং বলুন
U বর্ণ যুক্ত শব্দগুলোর উচ্চারণ শুনুন এবং বলুন
এবার আসা যাক জার্মান ভাষার সহজ পাঠ কোর্সের চতুর্থ লেকচারে। এই লেকচারে থাকছে নিজের পরিচয় দেয়া ও অন্যেরটা জানতে চাওয়া সংক্রান্ত প্রশ্ন উত্তর। আসুন তবে শুরু করা যাক।
১. Guten Tag. Wie geht es ihnen?/ Wie geht’s?
গুটেন টাগ. ভি গেট এস ইহনেন?/ ভি গেটস? (ইহনেন একেবারে ফরমাল বা আনুষ্ঠানিকভাবে বলা, অর্থাৎ প্রথম পরিচয়ের ক্ষেত্রে বলা। তবে সাধারণত ইহনেন এর বদলে ডু(du)বা জি (Sie )বলা হয়।)
শুভদিন, কেমন আছেন?
২. Gut, danke und ihnen?/und du/ und Sie?
গুট, ডাঙ্কে, উন্ড ইহনেন?/উন্ড ডু/ উন্ড জি
ভালো, ধন্যবাদ, আর আপনি?/তুমি?
৩. Wie heißen Sie?
ভি হাইসেন জি?
আপনার নাম কি?
৪. Ich heiße Mridul Parvez
ইশ হাইসে মৃদুল পারভেজ।
আমার নাম মৃদুল পারভেজ।
৫. Was ist Ihr Vorname?
ভাস ইস্ট ইহর ফোরনামে?
তোমার নামের প্রথম অংশ কি?
৬. Mein Vorname ist Mridul.
মাইন ফোরনামে ইস্ট মৃদুল।
আমার নামের প্রথম অংশ মৃদুল।
৭. Was ist Ihr Familiennamen?
ভাস ইস্ট ইহর ফামিলিয়েননামেন?
তোমার পদবী কি?
৮. Mein Familienname ist Parvez.
মাইন ফামিলিয়েননামে ইস্ট পারভেজ।
আমার পদবী পারভেজ।
এবার এই অডিওটি মন দিয়ে শুনুন
৯. Was ist Ihr Geburtsdatum?
ভাস ইস্ট ইহর গেব্যুর্ৎসডাটুম?
তোমার জন্ম তারিখ কি?
১০. Mein Geburtsdatum ist Mai 21, 1981
মাইন গেব্যুর্ৎসডাটুম ইস্ট মাই, আইন উন্ড সোয়ানশিশ, নয়েনসেন হুন্ড্রাট আইন উন্ড আখটশিশ।
আমার জন্ম তারিখ ২১ মে, ১৯৮১
১১. Woher kommen Sie?
ভোহ্যার কমেন জি?
আপনি কোথা থেকে এসেছেন?
১২. Ich komme aus Bangladesh.
ইশ কমে আউস বাংলাদেশ
আমি বাংলাদেশ থেকে এসেছি।
এবার এ সংক্রান্ত একটি অডিও
১৩. Was ist ihr Beruf?
ভাস ইস্ট ইহর বেরুফ?
আপনার পেশা কি?/আপনি কি করেন?
১৪. Ich bin Journalistin/Journalist
ইশ বিন জরনালিস্টিন/জরনালিস্ট। (স্ত্রীলিঙ্গ হলে ‘টিন’ যুক্ত হবে।)
আমি সাংবাদিক।
Ich bin Student.
ইশ বিন শ্টুডেন্ট.
আমি ছাত্র।
১৫. Was sprechen Sie?/welche sprachen sprechen Sie?
ভাস শ্প্রেখেন জি? ভেলশে শ্প্রাখেন শ্প্রেখেন জি?
আপনি কোন ভাষায় কথা বলেন?
১৬. Ich spreche Bengalisch und ein bisschen Deutsch. ich spreche auch Englisch.
ইশ শ্প্রেখে বেঙ্গালিশ উন্ড আইন বিসেন ডয়েচ. ইশ শ্প্রেখে আওখ এঙ্গলিশ.
আমি বাংলা এবং কিছুটা জার্মান বলতে পারি। এছাড়া ইংরেজিতেও কথা বলতে পারি।
১৭. Was ist ihr Muttersprache?
ভাস ইস্ট ইহর মুটারশ্প্রাখে?
তোমার মাতৃভাষা কি?
১৮. Meine Muttersprache ist Bengalisch.
মাইনে মুটারশ্প্রাখে ইস্ট বেঙ্গালিশ.
আমার মাতৃভাষা বাংলা।
১৯. Wo wohnen Sie?
ভো ভোহনেন জি?
আপনি কোথায় থাকেন?
২০. Ich wohne in Bonn
ইশ ভোহনে ইন বন.
আমি বন শহরে থাকি।
এবার এই অডিওটি শুনুন
২১. Wie ist ihre Adresse?
ভি ইস্ট ইহরে আড্রেসে?
আপনার ঠিকানাটা কি?
২২. Adrianstrasse, 137A
আদ্রিয়ানশ্ট্রাসে, হুনডররাট জিবেন উন্ড দ্রাইশিশ আ (জার্মান ভাষায় ঠিকানা বলার সময়, রাস্তার নাম আগে, তারপর বাসার নম্বর)
আদ্রিয়ান স্ট্রিট ১৩৭ এ।
২৩. Was sind ihre Hobbys?
ভাস জিন্ড ইহরে হবিস?
তোমার শখ কি কি?
২৪. Meine Hobbys sind lesen und music horen.
মাইনে হবিস জিন্ড লেসেন উন্ড মুজিক হোরেন। (যেসব শব্দে একটা এস থাকবে তার উচ্চারণ হবে দীর্ঘ যেমন লে-এ-সে-ন, যদি এখানে দুটো বা ডাবল এস থাকত, তবে উচ্চারণ হত লেসেন)
আমার শখ বই পড়া ও গান শোনা।
২৫. Wie alt sind Sie?
ভি আল্ট জিন্ড জি?
আপনার বয়স কত?
২৬. Ich bin 30 jahre alt.
ইশ বিন দ্রাইশিশ ইয়ারে আল্ট।
আমার বয়স ৩০ বছর।
২৭. Sind Sie verheiratet?
জিন্ড জি ফারহাইরাটেট?
আপনি কি বিবাহিত?
২৮. Ja, ich bin verheiratet. Nein, ich bin ledig.
ইয়া, ইশ বিন ফারহাইরাটেট. নাইন, ইশ বিন লেডিশ.
হ্যাঁ আমি বিবাহিত। না, আমি অবিবাহিত।
এবার এই অডিওটি মন দিয়ে শুনুন। দেখুন বুঝতে পারেন কিনা।
২৯. Hast du kinder?
হাস্ট ডু কিন্ডার?
আপনার কোন সন্তান আছে?
৩০. Ich habe ein Junge und ein Mädchen.
ইশ হাবে আইন ইয়ুঙ্গে উন্ড আইন মেডশেন.
আমার এক ছেলে এবং এক মেয়ে।
৩১. Was ist Ihre E-Mail-Adresse?
ভাস ইস্ট ইহরে ইমেইল আড্রেসে?
তোমার ইমেইল অ্যাড্রেসটা কি?
৩২. Meine E-Mail-Adresse ist mridulparvez@yahoo.com
মাইনে ই-মেইল আড্রেসে ইস্ট মৃদুলপারভেজ অ্যাট ইয়াহু পুঙ্কট কম। (জার্মান ভাষায় ডট কে বলা হয় পুঙ্কট)
আমার ইমেইল অ্যাড্রেস মৃদুল পারভেজ ইয়াহু ডট কম।
৩৩. Was ist Ihre Telefonnummer?
ভাস ইস্ট ইহরে টেলিফোননুমার?
তোমার টেলিফোন নাম্বারটা কত?
৩৪. Meine Telefonnummer ist 0171060606.
মাইনে টেলিফোননুমার ইস্ট নুল আইনস জিবেন আইনস নুল জেক্স নুল জেক্স নুল জেক্স
আমার টেলিফোন নাম্বার ০১৭১০৬০৬০৬
৩৫. Bist du glücklich?
বিস্ট ডু গ্লুকলিশ?
তুমি কি খুশী?
৩৬. Ich bin glücklich
ইশ বিন গ্লুকলিশ
আমি খুশী।
প্রশ্নবোধক কিছু শব্দ
Wo?-Where?
ভো?-কোথায়?
Was?-what?
ভাস?-কি?
Wer?-who
ভেয়ার-কে
Wie-how
ভি-কেমন
Wann-when
ভান-কখন
Warum-why
ভারুম-কেন
Was für-what kind of
ভাস ফুয়র-কি ধরনের
Wieviel-how much
ভিফিল-কতটা (দাম জানতে চাইলে)
Wie viele-how many
ভি ফিলে-কতটুকু
Wie lange-how long
ভি লাঙ্গে-কতক্ষণ
Wohin-where to
ভোহিন- যেখান থেকে
Woher-where from
ভোহের-কোথা থেকে
Mit wem-whom with
মিট ভেম-কার সাথে
প্রশ্নবোধক শব্দ এবং বাক্য শেখা শেষ। আসুন তাহলে এবার এ নিয়ে দুটি অডিও শোনা যাক। মন দিয়ে শুনুন।
পেশা Beruf
এবার কিছু পেশার নাম জানব…
ডাক্তার-Arzt (আর্ৎস)
আইনজীবী-Anwalt (আনভাল্ট)
দাঁতের ডাক্তার-Zahnarzt (সানআর্ৎস)
লেখক-Schriftsteller (শ্রিফশ্টেলার)
সেক্রেটারি-Sekretär (সেক্রেটেয়্যার)
প্রকৌশলী-Ingenieur (ইনজেনুয়ার)
শিক্ষার্থী-Student (শ্টুডেন্ট)
স্থপতি-Architekt (আরকিটেক্ট)
শিক্ষক-Lehrer (লেহরার)
খেলোয়াড়-Spieler (শ্পিলার)
ব্যবস্থাপক/ম্যানেজার-Manager (মানেজার)
গণিতজ্ঞ-Mathematiker (মাথামাটিকার)
এখানে একটি অডিও দেয়া হলো যেখানে পেশাগুলোর উচ্চারণ জানতে পারবেন (পুং ও স্ত্রী লিঙ্গে)
এবার বাড়ির কাজ। এজন্য আপনার একজন সঙ্গী দরকার হবে। কারণ একজন অন্যজনকে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন। লেকচারে দেয়া তথ্য অনুযায়ী একে অপরকে প্রশ্ন করুন এবং উত্তর দিন।
চতুর্থ লেকচার এখানে শেষ করছি। আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় শিখতে শুরু করবো। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।