[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
নিউরোসায়েন্স লেকচার ১০: শ্রবণানুভূতি
দৃষ্টির মতো শ্রবণও একটি গুরুত্বপূর্ণ অনুভূতি, যা পরিবেশ থেকে শব্দশক্তিকে তাড়না হিসাবে গ্রহণ করে এবং কানের জটিল কাঠামোর সাহায্যে যান্ত্রিক শব্দতরঙ্গকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে। সব শেষে ব্রেইনে সেই তাড়না নির্দিষ্ট নার্ভ ফাইবার দিয়ে বাহিত হয়ে যায়।
এই লেকচারের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো:
- কানের কাঠামো এবং কাজ
- বিশুদ্ধ ও মিশ্রিত টোন ব্রেইনের দ্বারা গৃহীত হওয়া
- শব্দ শোনার পর তা ব্রেইনের দ্বারা অনুধাবিত হওয়া
testing text