«

»

জানু. 08

জ্যোতির্বিজ্ঞান অভিধান

কৃষ্ণবিবর (black hole)
প্রবল মহাকর্ষের কারণে যে বস্তুর ভিতর থেকে প্রায় কিচ্ছু পালাতে পারে না, এমনকি আলোও না।

ঘটনাদিগন্ত (event horizon)
কৃষ্ণবিবরের চারদিকে যেখানে মহাকর্ষক্ষেত্র অসীম, যেখান থেকে প্রায় কিচ্ছু পালাতে পারে না। তবে হকিং বিকিরণ পালাতে পারে।

Comments

comments

About the author

খান মুহাম্মদ বিন আসাদ

তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক করেছি আইইউটি থেকে। এরাসমুস মুন্ডুস বৃত্তি নিয়ে জ্যোতিঃপদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছি অস্ট্রিয়ার ইন্সব্রুক, জার্মানির গ্যটিঙেন এবং ইতালির রোম তোর ভেরগাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে রেডিও জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করছি নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ খ্রোনিঙেনের কাপ্টাইন অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্টিটিউটে।

Leave a Reply