লেকচার ভিডিওঃ
তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে বাকী দুটি স্বীকার্য এবং উপপাদ্য সম্পর্কে ধারনা দেয়া হয়েছে। উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে সাধারণ নির্বচন, বিশেষ নির্বচন, অংকন, প্রমাণ এই স্টেপগুলো আলোচনা করা হয়েছে। আর আজকের লেকচার ও গত দুই লেকচার এর ভিত্তিতে কিছু এক কথার প্রশ্ন রাখা হয়েছে।
১) একটি সরলরেখার কয়টি প্রান্তবিন্দু/শেষবিন্দু থাকে?
২) যার কোন দৈর্ঘ্য এবং প্রস্থ নাই তাকে আমরা কি বলব?
৩) যেকোন ২টি বিন্দু দিয়ে আমরা কয়টি সরলরেখা আঁকতে পারি?
৪) ধর, একটি সরলরেখা (AB) এবং ১টি বিন্দু(C) আছে যেখানে বিন্দুটি ঐ সরলরেখার উপর অবস্থিত না। এই ২টি দিয়ে আমরা কি তৈরী করতে পারি?
A____________________________B . C
ক) বক্ররেখা, খ) সমতল, গ) সরলরেখা, ঘ) তল।
৫) কোন রেখার এমন একটি অংশ যার শুরু এবং শেষ আছে তাকে কি বলে?
৬) কোন রেখার এমন একটি অংশ যার শুরু আছে কিন্তু শেষ নেই তা হল _______________।
৭) P ও Q ২টি বিন্দু এবং এদের মধ্যবর্তী দূরত্ব শূণ্য (0)। বিন্দু ২টি আঁক।
৮)AB সরলরেখাংশের প্রান্তবিন্দু A এর স্থানাংক সংখ্যারেখার 5 বিন্দুটি। যদি AB সরলরেখার দৈর্ঘ্য 10 একক হয়, তবে B বিন্দুটির স্থানাংক সংখ্যারেখায় কত হবে?
৯) উপপাদ্যের মৌলিক ধাপ কয়টি? সাধারণ ও বিশেষ নির্বচন এর মধ্যে পার্থক্য কী?