লেকচার ভিডিওঃ
মাধ্যমিক জ্যামিতি কোর্সের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে সমতল জ্যামিতি নিয়ে আলোচনা করা হয়েছে। লেকচার দেখার আগে তোমরা মাধ্যমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ‘সমতল জ্যামিতি’ অংশটি পড়ে নিতে পার। এই লেকচারে বইতে দেয়া স্বীকার্যগুলো আলোচনা করা হয়েছে।