লেকচার ভিডিওঃ
মাধ্যমিক জ্যামিতি কোর্সের প্রথম লেকচারের শুরুতে সবাইকে শুভেচ্ছা। প্রথম লেকচারে কোর্স লেকচার কিভাবে ফলো করতে হবে সেটা সম্পর্কে বলে নেয়া প্রয়োজন। তোমরা যে প্রস্তুতি নিয়ে স্কুলে ক্লাস করতে যাও ঠিক সেভাবেই এই লেকচার করার জন্য প্রস্তুতি নিলে ভাল হয়। একেবারে খাতা কলম বই নিয়ে বসলে নিজের মধ্যেও একটা সিরিয়াসনেস আসবে। খুব ভাল হয় লেকচার করার আগে বইয়ের সংশ্লিষ্ট অংশটি পড়ে রাখলে। এতে করে লেকচার অনুসরণ করতে সুবিধা হবে। কয়েক লেকচার পর পর পড়ানো বিষয়ের উপর সমস্যা দেয়া হবে। বইয়ের সমস্যার পাশা পাশি লেকচার পাতায় দেয়া সমস্যাগুলো সমাধান করলে প্রস্তুতি ভাল হবে।
বইয়ের একদম শুরুর আলোচনা দিয়েই কোর্সের প্রথম লেকচার সাজানো হয়েছে। আজকের লেকচারে বিন্দু, রেখা, তল, একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর ধারনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম কিছু লেকচারে আমরা সংজ্ঞা, স্বীকার্য ইত্যাদি প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব।