যেকোন মোবাইল প্লাটফর্মেই নেটওয়ার্কিং বা সহজভাবে বলতে গেলে ওয়েব সার্ভিসের সাথে কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এখনকার সময়ের বেশিরভাগ ভালো অ্যাপগুলোই ওয়েব সার্ভিস নির্ভর। এর অর্থ হল, অ্যাপগুলোর ডেটা স্টোরেজের জন্য শুধুমাত্র লোকাল স্টোরেজ যথেষ্ট নয়। ফেসবুক অ্যাপের কথাই ধরা যাক, এখানে একজন ইউজারের নিজের তথ্য ও তার সাথে সম্পর্কিত অর্থাৎ তার ফ্রেন্ডলিস্টের সবাই কি করছে, কার তথ্য আপডেট হচ্ছে এগুলো সবই থাকে রিমোট সার্ভার এ। মোবাইল এ্যাপ সেখান থেকে ফেসবুক এপিআই ব্যবহার করে তথ্য এনে অ্যাপ ইউজারকে দেখায়। যাইহোক, আমরা আজকে মূলত সেই ব্যাপারগুলোই শিখব। কিভাবে এপিআই ব্যবহার করে তথ্য আনতে হয়, কিভাবে তথ্য সার্ভারে পাঠাতে হয়। সাথে থাকছে, দুইটা খুব চমৎকার ওপেন সোর্স লাইব্রেরির ব্যবহার। তো দেখা যাক, বিস্তারিত নিচের ভিডিওতে।
আজকের লেকচারের প্রয়োজনীয় কোড নিচের লিংকে পাওয়া যাবে।
আজকে এ পর্যন্তই। কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন। আমি সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂
1 ping
simpleNewz - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা RSS Feed for 2014-12-05
ডিসেম্বর 6, 2014 at 12:27 পূর্বাহ্ন (UTC -5) Link to this comment
[…] আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট, লেকচা… […]