প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। কোর্সের মূল পাতাটা এখানে।
প্রাথমিক গণিত কোর্সের বিভাজ্যতার পাঠ।
গণিতে বিভাজ্যতার ব্যাপারটা ভালভাবে বুঝতে পারলে অনেক সমস্যা সমাধান করা যায় সহজে। একটি বড় সংখ্যার দিকে সামান্য নজর দিলে সেটি ২,৩,৪,৫,৮ বা ৯ দ্বারা নি:শেষে বিভাজ্য কিনা তা সহজে বোঝা যায়। কেমন করে সেটিই আলোচনা করা হয়েছে এই ক্লাসে।
বিভাজ্যতার নিয়ম বোঝার জন্য সংখ্যাপাতন মনে রাখা দরকার। এর মানে হল – ১২৩৪ কে আমরা লিখতে পারি এভাবে-
১২৩৪=১X১০০০+২X১০০+৩X১০+৪X১
এখন ১০০, ১০০০ বা ১০ এর মধ্যে যে সংখ্যার বিভাজ্যতা খোঁজা হচ্ছে সেটা বের করতে পারলেই কাজটা অনেক সোজা হয়ে যায়।
এবার তাহলে ভিডিওতে চলে যাওয়া যাক।