এই পাঠে আলোচনা করা হয়েছে ক্রমলেখয়ের চলক অর্থ্যাৎ variable ও ধ্রুবক নিয়ে, সাথে থাকছে মান আরোপন, অদলবদল ও স্বামন আরোপন বিষয়েও আলোচনা।
পাঠ্যক্রমের সুত্রাবলী
পাঠ্যক্রমের সবগুলো পাঠ পেতে এই সুত্রের মাধ্যমে মুলপাতায় ভ্রমণ করুন।
নিয়মিত পাঠের খবর জানতে এই সুত্র মাধ্যমে নিবন্ধণ করুন।
বাংলা অভিধান
assignment = আরোপণ
swap = অদল-বদল বা অদল