আজকের চতুর্থ লেকচার থেকে সরাসরি অনুশীলনী ৯.১ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে লেকচার করা শুরু করার আগে উদাহরণের অংকগুলো এবং অনুশীলনীর প্রথম দিকের অংকগুলো করে নিতে। লেকচার শুরু হয়েছে ৮ নাম্বার অংক দিয়ে। আগের লেকচারে দেয়া সমস্যা গুলো করা থাকলে ভাল। প্রতিটি লেকচারেই সমস্যা দেয়া হচ্ছে। তাই পরে হলেও সবগুলো লেকচারের সবগুলো সমস্যা সমাধান করা উচিত। লেকচারের পাতায় দেয়া সমস্যা গুলো বইয়ের বাইরে থেকে দেয়া। সেগুলো নিজে নিজে করলে একটা ভাল চর্চা হয়ে যাবে। উদাহরণের প্রথম দিকের এবং অনুশীলনীর প্রথম দিকের অংকগুলো বেশ সোজা। উদাহরণের অংকগুলো এবং অনুশীলনীর সোজা অংক গুলো লেকচারে করে দেয়া হবে না। সেগুলো নিজে নিজে চেষ্টা করলে সহজেই সমাধান করা যাবে। উদাহরণের অংকগুলো দেখলে অনুশীলনীর অংকগুলো কিভাবে করতে হবে সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে। আজকের সমস্যাগুলো…
(cosec কে অনেক সময় csc লেখা হয়)
সমস্যা ১
সমস্যা ২
সমস্যা ৩
সমস্যা ৪
সমস্যা ৫
সমস্যা ৬