প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। নিবন্ধন করে না থাকলে চট করে এখানে ক্লিক করে নাও। আর কোর্সের মূল পাতাটা এখানে।
একটি সংখ্যাকে একাধিকবার একত্রে নিয়ে যোগ করার দরকার হয়ে পড়ে মানুষের যখন সে ব্াণিজ্য এবং বিনিময় করতে শুরু করে। তখণ থেকে আসলে গুনের কাজের প্রয়োজন হয়েছে। গুন আসলে যোগ। গুন করার সুবিধার জন্য গুনের নামতা বলে একটা টেবিল আমরা ছোটবেলায় মুখস্ত করেছি। প্রকৃত পক্ষে এটি মুখস্থ করার দরকার নেই। তবে, মনে রাখার একটি ব্যবস্থা করতে হয়। সেটি বারবার বুজে করলেই হয়।
তো, যে কোন গুন অঙ্ক সঠিক হয়েছে কিনা েটা জানারও একটা সোজা বুদ্ধি আছে। এটি হচ্ছে ৯ বাদ দেওয়া পদ্ধতি। এর ব্যবহারিক প্রয়োগটা এই ক্লাসে দেখানো হল। এটিকে কেন ৯ বাদ দেওয়া পদ্ধতি বলা হয় সেটা পড়ুয়াদের ভাবতে হবে।
শেষে করা হয়েছ ৯৯ দিয়ে গুন। কেন সেটা ঠিক হয় সেটাও বোঝা দরকার। শুভ কামনা।