আইওএস অ্যাপলিকেশন ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় মোটামুটি সবগুলো টপিকের বেসিক আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি আমাদের আগের লেকচারগুলো থেকে। এখন সরাসরি ডেভেলপমেন্ট শুরু করার আগে আমরা আজ দেখবো যে একটা আইফোন বা আইপ্যাড অ্যাপ কিভাবে কাজ করে, অর্থাৎ অ্যাপ চালু করার পর থেকে সেটা কথা থেকে কাজ শুরু করে, কিভাবে করে, কোথা থেকে কোথায় যায় ইত্যাদি। এছাড়াও আমরা দেখব সিঙ্গেল ভিউ অ্যাপ, নেভিগেশন কন্ট্রোলার ও ট্যাবড অ্যাপ কিভাবে কাজ করে ও আমরা কিভাবে এগুলো ব্যবহার করতে পারি।
আজকের লেকচারের প্রয়োজনীয় কোড নিচের লিংকে পাওয়া যাবে।
আজকে এ পর্যন্তই। কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন। আমি সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂