«

»

আগস্ট 22

জাভাস্ক্রিপ্ট পরিচিতি – লেকচার ৭ – ওয়ার্কিং উইথ অ্যারে

কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ] স্বাগত জানাচ্ছি আমাদের  আজকের  লেকচার এ । আজকের লেকচার এ কোন ইমেজ থাকছে না, তবে নিচের লিস্ট থেকে দেখে নিন কি কি থাকছে আজকের লেকচার  ‘

১ । কিভাবে অ্যারে  ডিক্লেয়ার করতে পারি ।

২ । কিভাবে অ্যারে ডিসপ্লে করতে পারি ।

৩ । দুটি অ্যারে কে কিভাবে যোগ করে নতুন একটি অ্যারে তে রুপান্তিরিত করতে পারি ।

৪ । অ্যারে ভেলু পরিবর্তন করা , ইত্যাদি ।

অ্যারে এর অনেক গুলো মেথড আছে, লিস্ট গুলো এখান থেকে দেখে নিতে পারেন । অ্যারে মেথড 

 

আমাদের আজকের লেকচার এর ভিডিও টি ।

 

 

 

Comments

comments

About the author

সজীবুর রহমান

আমি সজিবুর রাহমান বর্তমানে University Malaysia Sarawak এ কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগে (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ) স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত । এর আগে রুপপুর বয়েজ স্কুল থেকে SSC এন্ড ঈশ্বরদী সরকারী কলেজ থেকে HSC পাস করি ।

Leave a Reply