«

»

আগস্ট 17

ক্যালকুলাসের অ-আ-ক-খ ৪ : গুরুমান, লঘুমান

ফাংশনের গুরুমান, লঘুমান ব্যাপারগুলো কী? এগুলো কিভাবে বের করা যায়?- এই ভগর ভগরের মূল প্রতিপাদ্য আসলে সেটাই।
এই লেকচারটা ভালো করে বুঝতে হলে আগে প্রথম লেকচারটা ভালো করে বুঝতে হবে যেখানে আমি ঢাল ব্যাপারটা বুঝিয়েছি।

———————————————————————————————————————————————————-
———————————————————————————————————————————————————-
ক্যালকুলাসের অ-আ-ক-খ এর মূল কোর্স পাতা
নিবন্ধন করতে চাইলে
এই লেকচারের মিডিয়াফায়ার ডাইনলোড লিঙ্ক

ভগর ভগর ৪ : গুরুমান লঘুমান এর ধারণা

 

Comments

comments

About the author

চমক হাসান

আমি চমক হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে বিএসসি শেষ করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি শুরু করেছি। আমার গবেষণার বিষয় মূলত মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে ব্রডব্যান্ড অ্যান্টেনা এবং সেন্সর ডিজাইন । আমাকে যেকোন ডিজাইনেই ইলেক্ট্রোম্যাগনেটিকস ব্যবহার করতে হয়। তাই মূলত ইলেক্ট্রোম্যাগ্নেটিকস পড়াতে চেয়েছিলাম শুরুতে। কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিকস বুঝতে ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আর তারও আগে জানা দরকার ক্যালকুলাস আসলে কী। সেই চিন্তা থেকেই ক্যালকুলাস দিয়ে শুরু করছি। এরপর ভেক্টর ক্যালকুলাস এবং তারপর ইলেক্ট্রোম্যাগনেটিকস এ যাওয়া যাবে।

Leave a Reply