প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। নিবন্ধন করে না থাকলে চট করে এখানে ক্লিক করে নাও। আর কোর্সের মূল পাতাটা এখানে।
আমাদের আজকের বিষয় রোমান সংখ্যা পদ্ধতি।
কাঠি দিয়ে গণনার হিসাব রাখাটা যখন ক্রমাগত কঠিন হয়ে উঠলো তখনই মানুষ ভাবতে শুরু করলো সংখ্যাকে চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় কি না। রোমান, মায়া এবং ইনকা সভ্যতার সবটাতেই চিহ্ন দিয়ে সংখ্যার প্রকাশ দেখা যায়। তবে, আমরা কেবল রোমান সংখ্যা পদ্ধতি আলোচনা করবো। এতে আমরা এই ধরণের পদ্ধতির ভাল-মন্দ বুঝতে পারবো।
রোমানরা বিভিন্ন সংখ্যা প্রকাশের জন্য তাদেরই বর্ণমালার কয়েকটি বর্ণকে বেছে নেয়। এগুলো হল –
I – এক V – পাঁচ X- দশ L-পঞ্চাশ
C-একশ D- পাঁচশ M – এক হাজার।
আর সংখ্যা লেখার পদ্ধতিটি সহজ। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার চিহ্নগুলো বাম থেকে ডানে পরপর লেখা হবে। সম্পূর্ণ সংখ্যাটি হবে প্রতিটি চিহ্নের মানের যোগফল। যেমন
VII – সাত
XV- পনের ইত্যাদি।
এভাবে দেখা গেল চার লিখতে হচ্ছে IIII এভাবে। তখন ভাবা হল বেশি যোগ না করে বিয়োগ করেও সংখ্যা প্রকাশ করা যায় কিনা। তখন ঠিক হলো একটি বড় মানের চিহ্ন থেকে কেবল একবার একটি ছোট মানের চিহ্ন বিয়োগ বোঝানোর জন্য ছোটটি বড়টির বামপাশে বসানো হবে আর মান হবে বড়সংখ্যা থেকে ছোটটির বিয়োগ ফল। যেমন
IX – নয়
CD – চারশ। ইত্যাদি। আর অনেক বড় সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার ওপর একটি দাগ (বার) দিয়ে হাজার গুন বোঝানো হবে। দেখা যাক এভাবে কতদূর যাওয়া যায়।