উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান (DNA গঠন ও অনুলিপন) শীর্ষক লেকচার সিরিজের এটা ৮ম পর্ব। এর আগের পর্বে DNA অনুলিপন মূল ধাপগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছিল। এখন আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনার প্রথম অংশ দেখবো।
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিঙ্ক]
(লেখা স্পষ্ট বোঝার জন্য সর্বোচ্চ রেজ্যুলুশনে দেখার অনুরোধ রইল)
শিক্ষক সম্পর্কে: মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে বিএসসি অনার্স এবং এমএসসি (বোটানি/উদ্ভিদবিজ্ঞান) শেষ করার পর পরই চট্টগ্রাম বিজ্ঞান কলেজ এ উদ্ভিদবিজ্ঞান পড়ানোর দায়িত্ব নেন। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এবং চীফ-কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। কোর্স সংক্রান্ত যেকোন প্রশ্ন করতে ইমেইলে (arif_110982@yahoo.com), ফেসবুকে অথবা সরাসরি ০১৮১৮৭৩৪৯৭৩ নম্বরে যোগাযোগ করা যাবে।