অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। কোর্সের মূল পাতা/সিলেবাস এবং নিবন্ধনের লিংক নিচে দেখুন।
আজকে একটি প্রাইমারী লেভেলের এপ্লিকেশন সম্পর্কে আলোচনা করবো।
এর মাধ্যমে দুইটি কম্পোনেন্ট সম্পর্কে জানবো।
১. টেক্স টু স্পিস
২. অ্যাক্সেলেরোমিটার কম্পোনেন্ট।
ডিভাইস ঝাঁকালে সেট করা একটি ভয়েস আউটপুট হবে। আর এপ্লিকেশনের ইন্টারফেসে একটি বাটন থাকবে, যেখানে ক্লিক করলে প্রিডিফাইনড ভয়েস আউটপুট হবে।
ভাল থাকবেন।