শিক্ষার্থী বন্ধুরা,আশা করি ভাল আছ।সবাইকে ফাল্গুনি শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ৫ম লেকচার শুরু করছি।
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
আজকে আমি রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করব যার নাম “জারণ বিজারণ বিক্রিয়া”। ১ম দুইটা লেকচারে আমি জারণ বিজারণের সমস্ত তত্ত্বীয় অংশ আলোচনা করব আর বাকি দুইটা লেকচারে গাণিতিক সমস্যা আলোচনা করব। আজকের লেকচারে আমি জারণ বিজারণের পুরাতন ও আধুনিক মতবাদ এবং জারণ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমার আলোচ্য বিষয় নিয়ে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য যে কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্স এ করার জন্য অনুরোধ করা গেল তবে প্রশ্ন যেন আজকের লেকচার সম্পর্কিত হয়। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে। নেট স্পিড স্লো হলে অথবা ভবিষ্যতে কাজে লাগবে মনে হলে নিজের হার্ডডিস্ক এ সেভ করে রেখে দিন।
কোর্সের সব লেকচারের তালিকা দেখতে হলে উপরে কোর্সের মূল পাতায় ক্লিক করুন।
১ম অংশ
[ইউটিউব লিংক] – http://www.youtube.com/watch?v=VUqXrFH8vX4
২য় অংশ
[ইউটিউব লিংক] – http://www.youtube.com/watch?v=MEWXc4UlHMg