লিনীয়ার এলজেব্রা নিয়ে আলোচনার প্রাথমিক পর্যায়ে আজকে থাকছে ভেক্টর নিয়ে কিছু কথা । ভেক্টর কি জিনিস ও ভেক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আর সেখান থেকে ধীরে ধীরে আমাদের আলোচনা বিস্তৃত হবে দ্বিমাত্রিক তল ও ত্রিমাত্রিক স্থানে ।
ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা থাকছে এখানে । প্রথমত সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা ।
সহায়ক অনলাইন রিসোর্স ঃ
- Vectors – Motion and Forces in Two Dimensions
- http://www.physicsclassroom.com/class/vectors/Lesson-1/Vector-Components
- Spark Notes
- http://www.sparknotes.com/testprep/books/sat2/physics/chapter4section4.rhtml
- কোর্সের মূল পাতা তে রয়েছে আরো অন্যান্য রিসোর্সের লিঙ্ক