«

»

অক্টো. 13

প্রোগ্রামিংয়ে হাতে খড়ি – ৪র্থ পর্ব

এই পর্বে আমরা দুইটা নতুন জিনিস শিখবো। ফাংশন ও অ্যারে।

 

ফাংশন কী? এর সাথে পপকর্ন কীভাবে জড়িত?

 

ফাংশনের গঠন ও লাইব্রেরি ফাংশন কী?

 

কিভাবে নিজে নিজে ফাংশন লিখবো?

 

ফাংশন ব্যবহারের কিছু উদাহরণ দেখবো।

 

আ্যারে কাকে বলি?

 

অ্যার ব্যবহার করে কিছু প্রোগ্রাম লেখা যাক।

 

এবারে দুই মাত্রার অ্যারে (two dimensional array) সম্পর্কে জানা যাক।

 

দুই মাত্রার অ্যারের কিছু উদাহরণ:

 

কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ফাংশনঅ্যারে অধ্যায় দুটো পড়তে পারো এবারে।

পরের ইউনিটের লিঙ্ক।

Comments

comments

About the author

তামিম শাহরিয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেন। বাংলা ভাষায় ‘কম্পিউটার প্রোগ্রামিং’ নামে একটি বই লিখেছেন। মুক্ত সফটওয়্যার লিমিটেড নামে একটি সফটওয়্যার কোম্পানী পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। এছাড়া অনলাইনে বাংলায় তথ্যপ্রযুক্তি শিক্ষার জন্য তৈরি করেছেন দ্বিমিক কম্পিউটিং স্কুল।

ওয়েবসাইট: http://subeen.com
টুইটার প্রোফাইল: http://twitter.com/subeen

1 ping

  1. প্রোগ্রামিংয়ে হাতে খড়ি – ৫ম পর্ব

    […] ইউনিটে আমরা দেখেছিলাম ফাংশন ও অ্যারে।  এই ইউনিটে আমরা শিখবো স্ট্রিং। তো […]

Leave a Reply