«

»

অক্টো. 23

আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট-লেকচার ১-অবজেক্টিভ-C সম্পর্কে ধারণা, টুলস পরিচিতি

অবজেক্টিভ-C নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হয়েছে।

 

অবজেকটিভ-C তে মেথড সিনট্যাক্স  ঃ 

Example :

- (NSInteger)resultWithFirstValue:(NSInteger)value1 secondValue:(NSInteger)value2

এখন সিনট্যাক্স নিয়ে একটু আলোচনা করা যাক।

– (NSInteger)

প্রথম ‘-‘ দিয়ে বোঝানো হয়েছে এটি একটি instance method. যদি এখানে ‘+’ থাকত তাহলে এটি class method হতো।

পরের NSInteger টি হচ্ছে রিটার্ন টাইপ।

<strong>resultWithFirstValue:
</strong>
resultWithFirstValue: হচ্ছে message name এর একটা অংশ। এখানে সম্পূর্ণ message name হচ্ছে
resultWithFirstValue:secondValue:। অবজেক্টিভ-C তে মেথড নামগুলি self documenting হয়।
<strong>(NSInteger)value1, (NSInteger)value2
</strong>value1, value2 হলো parameter যাদের রিটার্ন টাইপ হচ্ছে NSInteger।

এখন মেথড কিভাবে কল করতে হবে তা নিয়ে ভিডিওটিতে আরো আলোচনা করা হয়েছে।

Comments

comments

About the author

মাসুদ আহমেদ

আমি বর্তমানে iOS SDK ডেভেলপার হিসেবে Widespace কাজ করছি। এর আগে riseuP! Labs, Apurba Tech Inc. এবং Samsung BD R&D Center এ কাজ করেছি।

আমি SSC এবং HSC সম্পন্ন করি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্ট থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করি।

আমার লিঙ্কডইন প্রফাইল - bd.linkedin.com/pub/masud-shuvo/41/106/980/

Leave a Reply