«

»

সেপ্টে. 08

বেসিক ওয়েবসাইট – লেকচার ৭ – কপি মারার আর্ট

 

বেসিক ওয়েবসাইট – লেকচার ৭ – কপি মারার আর্ট

[কোর্সের মূল পাতা ও লেকচার তালিকা | নিবন্ধনের লিংক]

(ফেইসবুক খোররা ভিডিওটা ফেইসবুকেই দেখে নিতে পারেন)

(আপনি চাইলে গুগল ড্রাইভ ১ অথবা গুগল ড্রাইভ ২ থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারেন)

 

গাণিতিক আরোহবিধিতে প্রমান করো, “চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না খাও ধরা”
 
ধরি,
B = পুচকা চোর
C = স্মার্ট চোর
A = গো বেচারা (ভালা মানুষ)
S = ঢঙ, আলট্রা মডার্ন, সেরাম (থাক আর কিচ্ছু বল্লাম নাহ)

 
ধাপ – ১:
A অনেক গুগলিং মাইরা কিচ্ছু না পাইয়া, ব্লগ খুইজ্জা, কোনো রকমে HTML শিখ্যা এসাইনমেন্ট জমা দিলো
স্যার থু মাইরা তার ওয়েবসাইট উড়ায় দিলো, A মিঞা কানতে কানতে আউট
সুতরাং: ভালা মাইনসের ভাত নাই

 
ধাপ – ২:
B আগের বছরের সিনিয়র ভাইয়ের এসাইনমেন্ট কালেক্ট করে রাখছিলো, সেটাই নাম পাল্টাইয়া
জমা দিছে,
স্যার বলছে যাহ তোরে এই রাউন্ড এলিমিনাতে করলাম না
সুতরাং: পুচকা চোর টিকে থাকে, পচে না

 
ধাপ – ৩:
C বুঝে ফেলছে পোলাপাইন আগের বছরের জিনিস কপি মারবে,
তাই সে dropbox.com সাইটে চলে গেলো
right ক্লিক করে “Inspect element” সিলেক্ট করলো

বাহ্

সব html দেখাচ্ছে বাম পাশে
আর স্টাইল ডান পাশে
সে লেখাগুলোর উপ্রে ডাবল ক্লিক করে একটু এডিট করে নিল
ডান পাশে ফন্ট সাইজ চেঞ্জ করে নিলো, একটু নতুন কালার দিয়ে দিলো
তার পর html ট্যাগের উপর right ক্লিক করে “Copy as HTML” এ ক্লিক করলো

ব্যাস, কেল্লা ফতে

এইবার নোট্প্যাড ওপেন করে সেখানে পেস্ট করে নিলো
html ট্যাগের মধ্যে যতো ক্লাস ছিলো, সবগুলা ক্লাসের স্টাইল কপি মারলো ডান পাশ থেকে
তারপর তার html ফাইলের মধ্যে একটা স্টাইল ট্যাগের মধ্যে সব স্টাইল বসায় দিলো

সবশেষে দেখা গেল: C ফার্স্ট ক্লাস ফার্স্ট, পত্রিকা হাতে করে ছুটে আসে বাড়িতে
সুতরাং: স্মার্টলি চুরি করে সেরা হওয়া যায়

 
ধাপ – m:
S এখন C এর কাছে ওয়েবডেভলপমেন্ট শিখতে চায়
C ও S প্রতি বুধবার রাতে পিজ্জাহাটে যায়, কত্তকিছু খায়
 
ধাপ – m+১:
C ও S একই রিক্সায় হুড তুলে ভার্সিটিতে যাওয়া আসা করে

 
ধাপ – n:
C ও S এর পরবর্তী প্রজন্ম D
(D, কৈত্তে আইলো !! আগেতো D ধরি নাই| আরে বেটা আগেতো D জন্মাই নাই ধরবি কেম্নে, এক্ষণ ধর)
D বাপের চাইতে দুই ডিগ্রী বেশী
“F১২” প্রেস করে বা “ইনস্পেক্ট এলিমেন্ট” এ ক্লিক শুধু html বা css এ কপি মেরে ক্ষ্রান্ত হয় না
developer tools এর “Resource” ট্যাব এ গিয়ে সব ফাইল পত্র দেখে ফেলে
দরকার হইলে জাভাস্ক্রিপ্ট পুরা ফাইল শুদ্ধ save as করে ফেলে
আর মজা নেওয়ার জন্য
console ট্যাব এ চলে যায়, ঐ ওয়েবসাইটের যত্ত জাভাস্ক্রিপ্ট আছে সব execute করে দেখে
পোলাতো নয় D, আগুনেরই গোলা
 
 
অতএব, গাণিতিক আরোহবিধিতে প্রমাণিত হলো, স্মার্ট চুরিই আসল কামে দেয়
 
 

পুরস্কার ঘোষনা:
বেসিক ওয়েবসাইট কোর্সের, “আমরাই পারি” প্রতিযোগীতার চূড়ান্ত বাছাই
এবং বিজয়ী ঘোষণা করা হয়েছে এই লেকচারের শেষ অংশে
১ম: ওয়াল ফেয়ার
২য়: লাফিং বোম্ব
৩য়: দূরন্ত
 
 

আগের লেকচার আরও দেখুন পরের লেকচার

Comments

comments

About the author

ঝংকার মাহবুব

আমি ঝংকার মাহবুব (jhankar.mahbub@gmail.com)। আমি BUET থেকে ২০০৭ এ পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ২০১২ সালে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আর পছন্দ করি ওয়েবসাইট বানাতে।

Leave a Reply