[এই কোর্সের সবগুলো লেকচার এর তালিকা | রেজিস্ট্রেশন লিংক]
তৃতীয় লেকচারে স্বাগতম !!
এই ক্লাসে যে ৫টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো হলো –
Chapter 11 – Cloth
Chapter 12 – Colors
Chapter 13 – Criticism
Chapter 14 – Economics
Chapter 15 – Environment
আমি নিজে এনভায়রনমেন্টাল এন্ড ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস নিয়ে পড়াশোনা করছি। তাই, আজকের ক্লাসের দুটো চ্যাপ্টার আমার খুব পছন্দের, Economics and Environment. এছাড়াও constructive criticism আমার খুব পছন্দের একটা টপিক। পাশাপাশি এই লেকচারে আমরা দেখবো GRE কেমন রঙ্গিলা !! আর Cloth চ্যাপ্টারে দেখবো গ্ল্যামার ম্যাটেরিয়াল। চলুন, দেরি না করে শুরু করি।
[youtube http://www.youtube.com/watch?v=dO2C4SaUXtU]ডাউনলোড করে নিন মাত্র ৫১ মেগাবাইটের মধ্যে, [পুটলকার ডাউনলোড লিঙ্ক] থেকে। স্ক্রীনের মাঝে, continue as free user সিলেক্ট করুন, এরপর ফ্লপি ডিস্কের মত বাটনের পাশে Download File এ ক্লিক করুন। Enjoy !!
Alternate link – [গুগল ড্রাইভ ডাউনলোড লিঙ্ক]. স্ক্রীনের বামদিকে FILE লেখাটার নিচে Down Arrow বাটনে ক্লিক করুন।
ইংরেজিতে প্রতিদিন কিছু কিছু পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিনকার খবর সম্পর্কে আপনি মোটামুটি ওয়াকিফহাল থাকেন, সেগুলোকেই যদি ইংরেজিতে নিউজিপেপারে পড়েন, তাহলে বুঝতে অসুবিধে হবেনা, আবার নতুন নতুন শব্দও শেখা হয়ে যাবে। তবে একটা কাজ কখনোই করবেন না – অচেনা একটা শব্দ লাইনের মধ্যে পড়ে একটা অর্থ আন্দাজ করে নেয়া যাচ্ছে, সেজন্য অরিজিনাল অর্থ যাচাই করার দরকার নেই, এমনটা কখনোই মনে করবেন না।
আজকাল তো কষ্ট করে ডিকশনারী উল্টিয়েও শব্দ খুঁজে দেখতে হয় না। কম্পিউটারে এক চাপেই (সত্যি সত্যি এক চাপে, wordweb নামে একটা সফটওয়্যার আছে, ওটা ইন্সটল করা থাকলে যে কোন শব্দের ওপর মাউস রেখে ctrl + right button চাপলেই) সেই শব্দের অর্থ, উচ্চারণ দেখা যায়। So, make the best use of them……