«

»

জুন 13

বেসিক ওয়েবসাইট – লেকচার ৮ – ওয়েব ডেভেলপার হবার সিক্রেট

 

বেসিক ওয়েবসাইট – লেকচার – ওয়েব ডেভেলপার হবার সিক্রেট

[কোর্সের মূল পাতা ও লেকচার তালিকা | নিবন্ধনের লিংক]

(জানি ইউটুব চালু হয়ে গেছে, ভিডিওটা তাও বদ অভ্যাসের চোটে ফেবুতে দেখতে পারেন)

(আপনি চাইলে গুগল ড্রাইভ ১ অথবা গুগল ড্রাইভ ২ থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারেন)
 
 

হুশিয়ার, হুশিয়ার
হুশিয়ার, সাবধান

 
 
বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা
চাল্লু মীর জাফর, পান্খু রাজ ভল্লব, সুন্দরী ঘসেটি বেগমের ধুম্র জালে আটকা
আজকালকার পোলাপান
 

১- প্ল্যান বা পরিকল্পনা বানানোর নাম ভাঙ্গীয়ে ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করে
২-আজকে গা ম্যাজম্যাজ করে, এই সপ্তাহ থাক পরের সপ্তাহে, এই সেমিস্টারটা যাক পরের সেমিস্টার দুনিয়া উল্টায়ে দিবো এইসব ভগিজগি দেখায়
৩-আমি তো কম্পিউটার সায়েন্সে না, আমি ম্যাথ ভালো বুঝি না, এইসব ফালতু কথা বলে ফেবুতে চ্যাট করে
৪-পেট ব্যথা টাইপের চুদুরবুদুর অজুহাত দিয়ে খালি পিছলায়, আর পিছলায়

 
 
 
স্বাধীন বাংলার লক্ষ লক্ষ তরুনকে ওয়েব ডেভেলপার হবার পথ থেকে ভ্রষ্ট করে ফেলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
 
না না, এ হতে পারে না, এ হতে দেয়া যাবে না
 
 
তারাতো জানে না, বাংলা বিহার উরিষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার আছে

১- ইচ্ছা: ফকিরা মার্কা ইচ্ছা না, করেই ছাড়বে, শেষ দেখেই ছাড়বে এমন সলিড ইচ্ছা
২- চেষ্টা: চেষ্টা মানে সেরাম চেষ্টা। জীবন বাজি রেখে উদ্দেশ্য হাছিল করার চেষ্টা
৩- এনজয়: কঠিন কাজগুলোর মাঝেও আনন্দ খুঁজে বের করে, সহজেই করে ফেলে
৪- চ্যালেঞ্জ:আটকে গেলে বা লজ্জাজনক পরিস্থিতিতে পরে গেলে, সেটাকে চ্যালেঞ্জ দিয়ে সমস্যা অতিক্রম করে

 
 
 

নবাবের সিক্রেট হচ্ছে

 

১- গুগল সার্চ দিয়ে দিয়ে, দিয়ে দিয়ে, আবারো দিয়ে, তারপরেও দিয়ে, তারপেরর পরেও দিয়ে
২- পছন্দের সাইটেগুলো বুকমার্ক করে রাখে
৩- আসল সিক্রেট টা হচ্ছে
         a- শিখার বা বুঝার চেষ্টা করে না
         b- যা পায় সেটা দেখে দেখে টাইপ করেন (খবরদার !!! ভুলেও কপি পেস্ট করে না)
         c-যতটুক করে তার সাথে সামান্য একটু একটু করে নতুন নতুন জিনিস যোগ করে
        d-অন্য জায়গায় একই জিনিস দেখলেও, সেটাই আবার দেখে দেখে টাইপ করে
৪-একই জিনিস বার বার করতে থাকে, করতে করতে একদিন নিজের অজান্তেই শিখে ফেলে, ওই বিষয়ে ওস্তাদ বনে যায়

 
 
 
 

নবাব খুব ভালো করেই জানে, তার দুইজন শত্রু আছে
১- অল্প একপাতা ওয়েবসাইট বানাইয়া খুশিতে আসমানে উঠে গেলে সে শেষ
২-দাম্ভিকতা দেখায় না, অন্য কেউ কিছু না পারলে উপহাস করে না, বরং
      a- সে কোনো জায়গায় আটকে গেলে তাকে সহযোগিতা করেন
     b- তার প্রশ্ন থাকলে উত্তর দেয়ার চেষ্টা করেন
     c- উত্তর জানা না থাকলে, গুগল সার্চ মেরে উত্তর খুঁজে বের করে উত্তর দেন
     d- এই সার্চ মারাই নবাবের আসল নবাবি

 
 
 
 
 

দুই চারখান ওয়েবসাইট নিজের হাতে বানায় ফেল্লে আপনি নবাব হয়ে যাবেন আর বুঝবেন, ওয়েবসাইট তৈরী করা জাস্ট হাতের মোয়া

 
 

যদি লক্ষ্য থাকে অটুট,
বিশ্বাস হৃদয়ে,
হবেই দেখা বন্ধু,
দেখা হবে বিজয়ে

 
 
কিছু লিংক
বিশ্বজোড়া রাসেলের কাজ
R R Founcation
Tutorial BD

 
 
আগের লেকচার আরও দেখুন পরের লেকচার

Comments

comments

About the author

ঝংকার মাহবুব

আমি ঝংকার মাহবুব (jhankar.mahbub@gmail.com)। আমি BUET থেকে ২০০৭ এ পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ২০১২ সালে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আর পছন্দ করি ওয়েবসাইট বানাতে।

1 ping

  1. বেসিক ওয়েবসাইট – লেকচার ৬ – অসাধারণ ওয়েবসাইট

    […]   আগের লেকচার আরও দেখুন পরের লেকচার   […]

Leave a Reply