«

»

এপ্রিল 23

সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস – লেকচার ৫

কোর্সের মূল পাতা – সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস

নিবন্ধনের লিঙ্ক – এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন

ইউটিউব লিঙ্কঃ http://youtu.be/RAYaj_7MrzQ

Signals & Systems: Lecture 5 from Shanto Shanto on Vimeo.


কী থাকছে?

আজকের লেকচারে থাকছে, কিছু স্ট্যান্ডার্ড সিগনালের পরিচিতি, যেমন

১- ইউনিট স্টেপ ফাংশান

২- ইউনিট ইম্পালস ফাংশান

৩- এক্সপোনেনশিয়াল ফাংশান

আজকের লেকচারে প্রথম দুইটির ওপরে আলোচনা করা হয়েছে। পরের লেকচারে এক্সপোনেনশিয়াল ফাংশান আর সিগনালের বাকি কিছু বিষয়ের ওপর লেকচারের মাধ্যমে সিগনালের বেসিকের ওপর লেকচার শেষ করব। তার পরের লেকচার শুরু হবে সিস্টেমস নিয়ে আলোচনার মাধ্যমে।

Comments

comments

About the author

শান্ত

আমি শরিফুল ইসলাম (শান্ত), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্যাজুয়েট করেছি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। কিছুদিন একটু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলাম তারপর। পরে মাস্টার্সের জন্যে চলে আসি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। মাস্টার্স শেষ করে এখন পিএইচডি ছাত্র হিসেবে গবেষণা করছি। গবেষণার বিষয়, ওয়ারলেস কমুনিকেশান্স। বাংলাদেশে অবস্থিত ছাত্র-ছাত্রীদের গবেষণা কাজে সাহায্যের জন্যে একটা উদ্যোগ নিয়েছি। আরও জানতে চাইলে ঘুরে আসতে পারেন http://www.rin-bd.org/ থেকে।

Leave a Reply