ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানোর খুটিনাটি
আজকের পর্বে যা থাকছে:
এতদিনের লেকচারে আমরা যা যা দেখেছি, আজকের ক্লাসে তার পুরো জিনিসটার একটা ধারণা পাওয়া যাবে। ইউনিভার্সিটি এপ্লিকেশন এর সময় বেশ কিছু জরুরি কাগজপত্র পাঠাতে হয়। কি কি পাঠাতে হয়, এবং কিভাবে পাঠাতে হয় – এইসব খুটিনাটি নিয়েই আজকের লেকচারটি। শুধু তাই নয়, এপ্লিকেশন ফর্ম কিভাবে ভরাট করতে হয়, তাও দেখানো হেয়েছে আজকের ক্লাসটিতে। ভিডিওটি তথ্যবহুল এবং বেশ গ্রাফিকালি বানানো হয়েছে| আপনার বন্ধুদের কাজে আসবে। অবশ্যই শেয়ার করবেন।
ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানোর খুটিনাটি from HigherStudyAbroad on Vimeo.
কোর্সের সব লেকচারের তালিকা: