কিভাবে বিশ্ববিদ্যালয় বাছাই করব?
আজকের পর্বে যা থাকছে:
বিদেশে পড়তে যাবার ক্ষেত্রে প্রথম ধাপ হলো প্রয়োজনীয় পরীক্ষা দেওয়া, আর তার পরপরই হলো বিশ্ববিদ্যালয় বাছাইকরণ, যেটি প্রথম ধাপটির চেয়ে কোনো অংশেই সহজ নয়। শুধুমাত্র আমেরিকাতেই ৪০০০ এর বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, কোরিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য যদি ধরি আরো ১০০০ টি বিশ্ববিদ্যালয় হবে। এতগুলো দেশ, আর এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করার জন্য শুধুমাত্র ৫-৬ টি বিশ্ববিদ্যালয় বাছাই করার জন্য অনেক পরিকল্পনা এবং গুছিয়ে কাজ করা প্রয়োজন। বেশ কয়েকটি মাপকাঠি রয়েছে, যেগুলো ঠিকমত মেনে চললে বাছাইকরণের প্রক্রিয়াটি অনেক সহজসাধ্য হতে পারে। আজকের ভিডিওটিতে আমরা এইসব মাপকাটি নিয়েই আলোচনা করেছি।
কি কি পরীক্ষা দিতে হবে? from HigherStudyAbroad on Vimeo.
কোর্সের সব লেকচারের তালিকা: