«

»

জানু. 27

বেসিক ওয়েবসাইট ডিজাইন লেকচার ২ – পূর্ণাঙ্গ ওয়েবসাইট

লেকচার ২ – পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা

[কোর্সের মূল পাতা ও লেকচার তালিকা | নিবন্ধনের লিংক]

(ইউটিউব দেখতে না পারলে ভিডিওটা ফেইসবুকেই দেখে নিতে পারেন)

(আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারেন)

 
 
 
                  কোর্স কনটেন্ট

 

পূর্ণাঙ্গ ওয়েবসাইট লেকচার ভিডিওটি দেখলে
পারবেন ওয়েবসাইটের টেবিল বা লিস্ট বানাতে
এক পেইজ থেকে অন্য পেইজে যাইতে

 

ওয়েবসাইটের লিস্ট দুই প্রকারের হয়
তাদের unordered ও ordered লিস্ট কয়
ডট পয়েন্ট ওয়ালা লিস্টকে unordered লিস্ট বলে
সেরকম একটা লিস্ট বানাতে হলে
Unordered থেকে “U” আর List থেকে “L”  পেলে
<ul></ul> ট্যাগ নিজেই বানিয়ে দেখলে
এর ভিতরে একটা একটা করে লিস্ট আইটেম রাখবে
লিস্ট আইটেম কিভাবে বানাতে হয় তা এখনি জানবে
List থেকে “L” আর item  থেকে “I” নিবে
আইটেমের মধ্যে যা চাই তা <li></li> ভিতরে লিখবে

 

আর যদি নাম্বারওয়ালা লিস্ট বানাইতে চাই
Ordered থেকে “O” আর list থেকে “L”  পাই
এই দুইটা দিয়ে <ol></ol> ট্যাগ বানাই
আর বাকিটা <ul></ul> এর মত সেটা বলে যাই
 
 
সবাই জানে ১টা টেবিলের ৪টা পা থাকে
সেই রকম  টেবিল, ওয়েবসাইটে খুঁজে পাবে না রে
ওয়েবসাইটের টেবিলে পা থাকে না
উপর থেকে নিচে, row ছাড়া অন্য কিছু পাবে না
row এর মধ্যে যে cell থাকে, html তাকে বলে data
সেটা যদি না বোঝ, তোমার কপাল ফাটা
টেবিলের মধ্যে হাবিজাবি  যতকিছু থাকে
সবকিছুই <table></table> মাঝখানে রাখে

 

টেবিলের উপর থেকে নিচে গেলে এক একটা row পাবা
table থেকে “T” নিবা, row থেকে “R” নিবা
মহা আরামসে, ধীরে সুস্থে, tr নামে ট্যাগ বানাবা
প্রতেক row এর সব ডাটা <tr></tr> এর মাঝে রাখবা

 

টেবিলের সব খোপগুলোকে table data নামে মানি
table থেকে “T”, data  থেকে “D”  নিতে হবে জানি
হাউ ফানি
খোপের মধ্যে যা দেখতে চাইবো
<td></td> এর মধ্যে তাই রাখবো
টেবিল নিয়ে এত্ত পেচাপেচি ক্যান?
ভাই আপনি দয়া করে ভিডিওটি দেখেন

 

div টাগের উত্পত্তি division
আর nav এরটা navigation
div দিয়ে এরিয়া বা লেআউট হবে
nav দিয়ে এক পেইজ থেকে অন্য পেইজে যাবে
যে যে পেইজে যেতে চাও
<nav ></nav >এর ভিতর <a ></a >দিয়ে বানিয়ে নাও

 
 

সবাই চরম ভালো থাকবেন
পরবর্তী লেকচারে মেকআপ করা শিখবেন
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন

 


আগের লেকচার আরও দেখুন পরের লেকচার

Comments

comments

About the author

ঝংকার মাহবুব

আমি ঝংকার মাহবুব (jhankar.mahbub@gmail.com)। আমি BUET থেকে ২০০৭ এ পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ২০১২ সালে আমি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আর পছন্দ করি ওয়েবসাইট বানাতে।

1 comment

  1. kratpung.mro606@gmail.com

    ভাইয়া আপনি এইত অসাধারণ কেন? আপনার ওয়েব দেওয়া সুবিধাগুলো আমরা আর কোন বুনতা বুনতা টাকা খরচ করতে হচ্ছে না. i love u vaiya

Leave a Reply