«

»

অক্টো. 08

পরিবেশ ও পরিবেশ ব্যাবস্থাপনা কোর্স লেকচার ৩

লেকচার ৩

প্রভাবিত পরিবেশ

Lecture video link: https://www.dropbox.com/sh/v0mnsun0fkx6fnf/Q4TVjv8ra-

সামাজিক উন্নয়ন ও পরিবেশঃ

সামাজিক উন্নয়নের চারটি ধাপ হল-

  • রাজনীতির গনতন্ত্রীকরন (democratization of politics)
  • ইন্ডাস্ট্রিয়ালাইজেশন
  • আরবানাইজেশন
  • ইনডিভিজুয়ালিসম

জনসংখ্যা বৃদ্ধিঃ

জনসংখ্যা বৃদ্ধি = {জন্ম + অভিবাসন (immigration)} – {মৃত্যু + অভিবাসন (emmigration)}

যেই ফ্যাক্টর গুলো জনসংখ্যা কে প্রভাবিত করেঃ

সাহায্যকারী ফ্যাক্টর গুলো হল-

  • উপযুক্ত তাপমাত্রা, বাতাস, নিউট্রিয়েন্ট।
  • উপযুক্ত বাসস্থান।
  • প্রয়োজনীয় খাবার।
  • সাধারন নাইচি।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা।
  • পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানো।
  • খাবারের বা সম্পদের জন্য প্রতিযোগিতা।

এইসব ফ্যাক্টর গুলোর বিপরীত ফ্যাক্টর গুলোই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রতিরোধক ফ্যাক্টর যেগুলো ‘পরিবেশ গত প্রতিরোধ” ফ্যাক্টর নামে পরিচিত। সাহায্যকারী ও প্রতিরোধ ফ্যাক্টর গুলোর যৌথ প্রতিক্রিয়া একটি পরিবেশে জনসংখ্যা নির্ধারণ করে। এই নি র্ধারিত সং খ্যাটি “ক্যারিং ক্যাপাসিটি” নামে পরিচিত।

“ক্যারিং ক্যাপাসিটি” কি?

“ক্যারিং ক্যাপাসিটি” হচ্ছে একটি ইকোসিস্টেমের কোনো একটি জীবের জন্য সর্বোচ্চ ধারন ক্ষমতা যা দিয়ে ঐ জীবটি ঐ ইকোসিস্টেমে স্বাভাবিকভাবে বাস করতে পারবে।

জনসংখ্যা বৃদ্ধির ধরণঃ

দুই ধরনের-

১- এক্সপনেনশিয়ালঃ জনসংখ্যা বৃদ্ধি হতে থাকবে সময়ের সাথে যদি ঐ পরিবেশে অফুরন্ত সম্পদ থাকে।

২- লজিস্টিকঃ প্রথমে জনসংখ্যা বৃদ্ধি হবে এক্সপ নেনশিয়ালি কিন্তু পরে সেটা “ক্যারিং ক্যাপাসিটির সাথে ম্যাচ করে যাবে।

 

জনসংখ্যা বৃদ্ধি এবং ক্যারিং ক্যাপাসিটিঃ

১- ওভারশুট

২- ডাইব্যাক

জনসংখ্যা ও পরিবেশের এর লিংক-১

I = P x A x T, or

 

প্রভাব ( Impact) = জনসংখ্যা (Population)  x সমৃদ্ধি (Affluence) x প্রযুক্তি (Technology)

 

জনসংখ্যা ও পরিবেশের এর লিংক-২

  • জনসংখ্যা (size) নির্ধারণ করে প্রত্যেকে পরিবেশ থেকে কিকি স ম্পদ আরোহন করবে এবং কি কি উপায়ে দূষণ ঘটাবে।
  • ডিস্ট্রিবিউশন নির্ধারণ করে কোথায় জনসংখ্যা কতজন হবে।
  • কম্পোজিশন নির্ধারণ করে মাইগ্রেশন প্রবনতা।

 

এই রিলেটেড একটি নিউজ লিংক নীচে দেওয়া হল-
http://www.prothom-alo.com/detail/date/2012-07-11/news/272656

উপরের চিত্রে বিভিন্ন ফ্যাক্ট রের মধ্যে ম ধ্য স্থতা কারী হিসেবে কিছু জিনিস কাজ ক রে। যেমন-
প্রযুক্তিগত পরিবর্তন, পলিটিকস, ইন্সটিটিউশন ও পলিসি

নগরায়নঃ
নগরায়নের পিছনে কারন গুলো কি কি?

  • পুশ ফ্যাক্টর- দারিদ্রতা, ভূমিহীন, প্রাকৃতিক দূর্যোগ
  • পুল ফ্যাক্টর- আর্থিক, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং অসাম্প্রদায়িকতা।

নগরায়নের প্রভাব কি?

  • ভূমি ও জীববৈচিত্র এর উপর প্রভাব
  • মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব
  • সৌন্দর্যহানি
  • সাধারান জীবনের উপর প্রভাব
  • আর্থ-সামাজিক প্রভাব

স্মার্ট গ্রোথ টুলসঃ

  • বাই-সাইকেল
  • গন-পরিবহন

 

এই রিলেটেড একটি নিউজ লিংক নীচে দেওয়া হল-

http://www.bbc.co.uk/news/magazine-19716687

Comments

comments

About the author

fahad

Leave a Reply