[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]
ক। মেটাবলিক সিনড্রম কী?
মেটাবলিক সিনড্রম হলো লাইফ স্টাইল ডিজিজ। আমাদের জীবন যাপনের ধরণের উপর এটা অনেকটা নির্ভর করে।
সাধারণত ধরে নেয়া হয় যে, মেটাবলিক সিনড্রম কতগুলো ডিজিজের সমন্বিত রুপ। এগুলো হলো
১- হাইপারগ্লাইসেমিয়া এন্ড ইন্সুলিন রেজিসট্যান্স।
২- হাইপারটেনশন।
৩- হাইপার লিপিডেমিয়া।
৪- সেন্ট্রাল ওবেসিটি।
এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, ওয়ালড হেলথ অরগানাইজেশন, European Group for the Study of Insulin Resistance, The US National Cholesterol Education Program Adult Treatment Panel III (2001) সবাই মোটামুটি কাছাকাছি ভাবে একমত যে –
উপরের যে কোন দুইটা ফ্যাক্টর এক সাথে কার ও মাঝে পাওয়া গেলে ধরে নেয়া যেতে পারে সে মেটাবলিক সিন্ড্রমে ভুগছে।
খ। মেটাবলিক সিনড্রমের রিস্ক ফ্যাক্টর
- স্ট্রেসফুল জীবন যাপন,
- সিডেন্টারি নেচারের কাজ
- ডায়াবেটিস
- ওজন বেড়ে যাওয়া
- খাবারে প্রচুর পরিমানস্ট্রেসফ Carbohydrate আর ফ্যাট রাখা।
গ। ফলাফল কি হতে পারে?
- লিভার ডিজিজ (নন এলকোহলিক ফ্যাটি লিভার)
- হৃদযন্ত্রের কাজের ক্ষমতা কমে যাওয়া, ফেইলিঊর
- কিডনি ডিসফাংশন
- আরথ্রাইটিস, বোন লস
- ক্যান্সার