«

»

সেপ্টে. 23

ক্যান্সার ন্যানোটেকনোলজি – লেকচার – ১

[মূল পাতা  I কোর্স নিবন্ধন ফর্ম  I লেকচার – ২]
ক্যান্সার ন্যানোটেকনোলজি

লেকচার-১ (২০১২/০৯/২৩)

ভিমিও লিংকঃ https://vimeo.com/49999132

ন্যান্যোপার্টিকেলঃ ন্যানো+পার্টিকেল

ন্যান্যোপার্টিকেল জানার আগে আমাদের জানতে হবে ন্যানো এবং পার্টিকেল জিনিস দুটো কি?

 

ন্যানোপার্টিকেল জানার আগে প্রথমেই জানতে হবে পার্টিকেল জিনিটা কি?

পার্টিকেল একটা বিড়াট এলাকাজুড়ে আছে। পদার্থ বিজ্ঞানে “পারটিকেল পদার্থ” নামে একটা আলাদা একটা অধ্যায় আছে। সে দিকে যাওয়া এ কোর্সের উদ্দ্যেশ্য না বা আমার পক্ষে সম্ভবও না। সুতরাং ক্যান্সার ন্যানোটেকনোলজি পড়াতে ঠিক যটটুকু জানা দরকার, সংক্ষিপ্ত আকারে সেটা আলোকপাত করা হবে।

তাহলে জানা যাক পারটিকেল কি?

পারটিকেল এর বাংলা কনিকা বা কনা। সাধারন ভাবে, যখন কোন একটি বস্তু জায়গা দক্ষল করে এবং যার আয়তন বা ভর আছে, তাকেই কনা বলে বা বলা হয়। যেমনঃ ইট, পাথর, চিনি, লবন, বালি কনা। আরো বিশদ ভাবে বল্লে আলোক কনা, ধুলি কনা ইত্যাদি।

একটা ইটকে ভেংগে টুকরো টুকরো করলে যে ক্ষুদ্র কনা পাওয়া যায় তাকে ঐ ইটের কনা বলে।

একটা ইটকে ভেংগে টুকরো টুকরো করলে যে ক্ষুদ্র কনা পাওয়া যায় তাকে ঐ ইটের কনা বলে।

ন্যান্যো হচ্ছে এক মিটার এর ১০০০,০০০,০০০ (একশো কোটি বা এক বিলিয়ন) ভাগের এক ভাগ বা ১ মিলি মিটারের ১০০০,০০০ ভাগের ১ ভাগ বা ১ মাইক্রোমিটারের ১০০০ ভাগের ১ ভাগ।

১ ন্যানো মিটার= ১ মিটার/ ১০০০,০০০,০০০

তাহলে একটা এক মিটার সাইজের লৈহ দন্ডের একশো কোটি ভাগের এক ভাগকে ন্যানোপার্টিকেল বলা হতে পারে যদি তার সাইজ ন্যানোমিটার স্কেলে হয়।

চিত্র ২. বড় পারটিকেল থেকে ন্যানোপার্টিকেল।

চিত্র ২. বড় পারটিকেল থেকে ন্যানোপার্টিকেল।

ঠিক একি ভাবে, একটা এক মিলিমিটার সাইজের লৈহ দন্ডের দশ ল ক্ষ ভাগের একভাগ কে মাইক্রোপার্টিকেল বলা হবে।

এক মারক্রোমিটার= এ মিটার/১০০০,০০০

সাধারনত ১-১০০০ ন্যানোমিটার (nm) সাইজের যে কোন পার্টিকেল কেই ন্যনোপার্টিকেল বলা হয়, কিন্তু ISO/TS 27687 এর সংজ্ঞা অনুযায়ী ১-১০০ nm বা ১ nm এর বড় কিন্তু ১০০ nm এর ছোট সাইজের পার্টিকেল কে ন্যানোপার্টিকেল বলা হয়।

 

বিভিন্ন Iron derivatives  বা লৌহের উপাদান থেকে বানানো হচ্ছে লৈহ ন্যানোপার্টিকেল (Super Paramagnetic Iron Oxide Nanoparticle/SPIONs) যা এম.আর.অই কনট্রাস্ট এজেন্ট হিসেবে কাজ করে। অল্প কিছুদিন আগেই যা আমেরিকার খাদ্য এবং ঔষুধ প্রশাসন অনুমতি দিয়েছে মানুষের শরীরে প্রয়োগের জন্য। ঠিক একই কাজের জন্য আগে হুল ভাবে ব্যাবহার করা হত গ্যাল্ডোলিনিয়াম (Galdolinum/Gd).

চিত্র ৩. একটি ন্যানো্মিটার সাইজের লৈহ পার্টিকেল।

ন্যানোটেকনোলজির অন্যান্য শাখাঃ

  1. ন্যানো কার।
  2. ন্যানো রোবট।
  3. ন্যানোপড
  4. ন্যানো মেডিসিন

আরো অনেক…………

 

কিন্তু আমরা শুধু মাত্র ন্যানো মেডিসিনের দিকেই আলোচনা সীমাবদ্ধ রাখব।

 

পারটিকেল বা ন্যানোপার্টিকেলের আকৃতি বা আকার

চিত্র ৪. পারটিকেলের বিভিন্ন আকৃতি।

চিত্র ৪. পারটিকেলের বিভিন্ন আকৃতি।

 

তাহলে আমরা বলতে পারি, যে কোন আকৃতি বা আকারের কোন আনুবীক্ষনিক পার্টিকেলের সাইজ যদি ১ ন্যানোমিটারের বড় বা ১০০ ন্যানোমিটারের ছোট হয় সেটা ন্যানোপার্টিকেল।

শিক্ষক.কম সাইটে ক্যান্সার ন্যানোটেকনোলজি-১০১ কোর্সের কুইজ-১

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dGpEOFRJLTFBR243cWhKUGNIMU9wbVE6MQ#gid=0

ভিডিও ক্লিপে সাউন্ডের মান খুব খারাপ। আশা রাখছি পরের লেকচারগুলোতে এই সমস্যা থাকবে।

Comments

comments

About the author

মোঃ নুরুন্নবী

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে ফার্মাসিতে অনার্স করে সেখানেই কিছুদিন শিক্ষকতা করি। কোরীয়ার “চুঞ্জু ন্যাশনাল ইউনিভার্সিটি” থেকে কেমিক্যাল আন্ড বায়োলজিকাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টারস শেষ করে Chunbo Co., Ltd (www.chunbo.net) এ দু বছর গবেষক হিসেবে কাজ করি। এখন “কোরীয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব ট্রান্সপোর্টেশন” এ ক্যান্সার ন্যানোটেকনোলজিতে পিএইচডি করছি। ২০১২ সালের শুরুর দিকে KB BioMed Inc. (Korea-Bangladesh Biomed Inc.) এর যাত্রা শুরু যারা শুরু থেকে প্রধান গবেষক হিসেবে দায়িতব পালন করছি।

1 ping

  1. ক্যান্সার ন্যানোটেকনোলজি – লেকচার – ২ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] – ২                                                        লেকচার – ১   I  মূল পাতা I   কোর্সের নিবন্ধন ফর্ম […]

Leave a Reply