আগস্ট মাসের শুরুতে শুরু করেছিলাম শিক্ষক.কম ওয়েবসাইটটি, মাত্র ২টি কোর্স হাতে নিয়ে। মাত্র ৩ সপ্তাহের মধ্যেই আমরা শুরু করে ফেলতে পেরেছি অনেকগুলো চমৎকার কোর্স। এরই ধারাবাহিকতায় এবার শুরু করতে যাচ্ছি এক ঝাঁক নতুন কোর্স। এর মধ্যে রয়েছে –
- ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি – পড়াবেন তন্ময় খান
- জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (GIS) পরিচিতি পড়াবেন বায়েস আহমেদ
- প্রাকৃতিক দুর্যোগ ও উন্নয়ন – ধারনা, নীতি ও চর্চা পড়াবেন নাজমুল হক রাসেল
- ক্যালকুলাসের অ-আ-ক-খ – পড়াবেন চমক হাসান
- নিউরোসায়েন্স পরিচিতি – পড়াবেন মামুন রশিদ
- সি প্রোগ্রামিং – পড়াবেন মারুফ মনিরুজ্জামান
এই কোর্সগুলোর পাতায় বিস্তারিত বর্ণনা পাবেন। ইতিমধ্যেই প্রচুর শিক্ষার্থী কোর্সগুলোতে নিবন্ধন করেছেন। যেমন, ক্যালকুলাসের কোর্সটিতে নিবন্ধন করেছেন ২৮০ জন। কোর্সগুলোর ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। পছন্দমত কোর্সটির পাতায় গিয়ে নিবন্ধন সেরে ফেলুন। আর সব রকমের কোর্সের লেকচার ইমেইলে সরাসরি পেতে হলে উপরে ডানের কোনায় ইমেইল ঠিকানাটি দিয়ে গ্রাহক হয়ে যেতে পারেন।
শিক্ষক.কম সাইটের সব কোর্স সম্পূর্ণভাবে বিনা মূল্যের এবং সবার জন্য এগুলো উন্মুক্ত। আর এই সাইটে কোনো কোর্স পড়াতে চাইলে এই পাতায় বর্ণিত তথ্যগুলো আমার কাছে পাঠিয়ে দিন (ragibhasan AT gmail.com) ঠিকানায়। কোর্সগুলো সম্পর্কে আপনাদের মন্তব্য প্রতিটি কোর্সের পাতার তলায় মন্তব্যের অংশে দিন।
ভালো থাকুন সবাই, ছড়িয়ে দিন বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞানের আলো।