«

»

আগস্ট 21

তড়িৎকৌশল পরিচিতি – লেকচার ১

আপডেট: ইউটিউবে দেখা না গেলে লেকচারের ভিডিও আছে এখানেও

 

আজকে আমরা তড়িৎ কৌশলের বেসিক কিছু নোটেশন ও বিদ্যুত কিভাবে ও কেন প্রবাহিত হয় তার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করবো।

 

 

যা যা আলোচনা করবো তার মধ্যে রয়েছে –

  • ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স,
  • দরকারী কিছু প্রাথমিক সংকেত,
  • ভোল্টেজ ও কারেন্টের প্রাথমিক ধারণা এবং
  • ইলেক্ট্রন প্রবাহের সাথে কারেন্ট প্রবাহের পার্থক্য এবং এদের দিক।

 

স্লাইড এর পিডিএফ –

স্ক্রিপ্ট এর পিডিএফ –


 

 

 

 

কোর্স পরিচিতি ও নিবন্ধনের ফর্ম।

 

কুইজ – ১

কুইজে অংশ নিতে হলে এখানে ক্লিক করুন

Comments

comments

About the author

ডেভিড বিশ্বাস

পেশায় আমি তড়িৎ প্রকৌশলী। পড়াশোনা তড়িৎ প্রকৌশলের কন্ট্রোল (নিয়ন্ত্রন) , কমিউনিকেশন (যোগাযোগ) এবং সিগন্যাল প্রসেসিং (সংকেত নিয়ন্ত্রন) শাখায় হলেও বর্তমানে আমি একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিদ্যুত বন্টন ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নির্ভরশীলতা (Reliability) নিয়ে কাজ করছি।

এই সংক্ষিপ্ত কোর্সে আমি তড়িৎ প্রকৌশলের খুবই প্রাথমিক কিছু ধারণা ও উপকরণ তুলে ধরবার চেষ্টা করবো।

Leave a Reply